Monday, August 4th, 2025
নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের পানিতে ডুবে রিফাত (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামে বায়েজিদ মিয়ার ছেলে। জানা যায়, রিফাত সহপাঠীদের সাথে দুপুরে বর্ষার নতুন পানিতে গোছল করতে গিয়ে তলিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, জলাশয়ে গোছল করতে গিয়ে রিফাত নামের এক শিশু মারা গেছে।
নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান ডিবি পুলিশের হাতে গ্রেফতার

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বোরহান উদ্দিন আহমেদ নসু ঢাকায় তার বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন। রামপুরা থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মামলার আসামি হিসেবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার রাতে তাকে তার উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে। পরে রাতেই রামপুরা থানায় তাকে হস্তান্তর করা হয়। রামপুরার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহাত খান বিপিএম সোমবার (৪ আগস্ট) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া বোরহান উদ্দিন আহমেদ নসু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরবিস্তারিত
আশুগঞ্জে ২৫০০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ভারতীয় ২ হাজার ৫০০ কেজি গরুর মাংসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) ভোররাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার শিলন্দা গ্রামের করিম সরকারের ছেলে রাসেল সরকার (৩৬) ও ধর্মখোল গ্রামের আবুল কালামের ছেলে রবিউল আউয়াল (২০)। রোববার (৪ আগস্ট) রাতে পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৫টি প্যাকেটে রক্ষিত ২ হাজার ৫০০বিস্তারিত





























