Main Menu

Sunday, August 3rd, 2025

 

বিজয়নগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও সিএনজিচালিত একটি অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেলের পাঁচ আরোহী নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, বিকেলে ওই মহাসড়কের রামপুর নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী অপর একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের পাঁচজন আরোহী নিহত হন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


কসবায় স্কলার ইনস্টিটিউট এর উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ

রুবেল আহমেদ : কসবায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত ছয় মাসব্যাপী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৬০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করেছে কসবা স্কলার ইনস্টিটিউট। শনিবার (২ আগস্ট) দুপুরে স্থানীয় ফুড প্যালেস রেস্টুরেন্ট হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কসবা স্কলার ইনস্টিটিউটের পরিচালক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন। স্কলার ইনস্টিটিউটের পরিচালক গোলাম কিবরিয়া মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কসবা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের এপিপি এডভোকেট ইয়াকুব আলী আনসারি, সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শরিফ আহমেদ সরকারবিস্তারিত