Saturday, February 22nd, 2025
আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানাধীন আশুগঞ্জের তালশহরের নাওঘাট রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (আইসি) এসআই (নিঃ) সুব্রত বিশ্বাস জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানাধীন তালশহর এলাকায় নাওঘাট রেললাইনে অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ মারা যায়৷ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, ওই বৃদ্ধের লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্ত নাবিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চালকের দক্ষতার কারণে রক্ষা পেল অটোরিকশার পাঁচ যাত্রী প্রাণ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ট্রেন আসার সময় অবৈধ লেভেল ক্রসিংয়ে যাত্রীসহ অটোরিকশা আটকে যায়। এসময় চালক শাহ মো. এনায়েত হোসেন খান দুর্ঘটনার বিষয়টি আঁচ করতে পেরে ট্রেন থামিয়ে যাত্রীদেরকে রক্ষা করেন। স্থানীয় সূত্র জানায়, জামালপুর থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন বেলা ২টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি কাউতলী এলাকার সেতুর কাছাকাছি পৌঁছালে সেখানে একটি ব্যাটারিচালিত অটোরিকশা অবৈধ লেভেল ক্রসিংয়ে ট্রেন আটকে যায়। চালক দূর থেকে দেখতে পেয়ে ট্রেন থামিয়ে দেন। এতে অটোরিকশায় থাকা চালকসহবিস্তারিত





























