Main Menu

Monday, February 17th, 2025

 

অপারেশন ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে ও শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মিয়া-(৪৮) ও সুহিলপুর ইউনিয়র যুগলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মিয়া-(৩৭)। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মিয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং গ্রামের মৃত ধন মিয়ার ছেলে ও ইকবাল মিয়া সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের মৃত তারু সরকারের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তাররা পৃথক মামলার আসামী। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


বাঞ্ছারামপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল সেবা ক্যাম্পে রোগীরা পেল উন্নত চিকিৎসা

রোববার (১৬ ফেব্রুয়া‌রি) সকাল ১০টা থে‌কে বিকাল ৪টা পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাঞ্ছারামপুর উপজেলা ইউনিট কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল সেবা ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বাঞ্ছারামপুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা ইমন হাসানের সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রশাসন, সংগঠন ও সদস্য বিষয়ক সম্পাদক মো. রাসেল মিয়া। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফেরদৌস আরা শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বাঞ্ছারামপুর কল্যাণ সমিতি, ঢাকা’ র সাধারণ সম্পাদক মেজর এসএম সাইদুল ইসলাম, পিএসসি (অব.)।বিস্তারিত


সাবেক মন্ত্রীর এপিএস মুসা আনসারি গ্রেপ্তার

কারাবন্দি সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর একান্ত সহকারী সচিব (এপিএস) মো. মুসা আনসারি ও তার ছেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্র্যাক বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ইব্রাহিম আনসারি অপূর্বকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভাটারা থানা সূত্র জানায়, বাবা-ছেলেকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মুসা আনসারির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ছাত্রদের ওপর হামলার ঘটনায় মুসা আনসারি সন্দেহভাজন আসামি। আবু মুসা আনসারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে।বিস্তারিত