Monday, February 3rd, 2025
বাঞ্ছারামপুরের বিথি রেমিটেন্স উৎসবে উপহার জিতে খুশি
বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসবে লটারিতে সারা দেশের মধ্যে প্রথম হয়ে কানের দুল ও এক জোড়া হার পুরস্কার জিতেছে ব্রাহ্মণবাড়িয়ার বিথি আক্তার। রবিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কৃষি ব্যাংক ছয়ফুল্লাকান্দি বাজার শাখায় এক অনুষ্ঠানের মাধ্যমে বিথী আক্তারের হাতে পুরস্কার তুলে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। বিথী আক্তারের স্বামী ও চার ভাই প্রবাসী। সবাই ব্যাংকের মাধ্যমে তাঁর কাছে রেমিট্যান্স পাঠান। গত বছর সুইডেনপ্রবাসী ভাই তাঁর কাছে রেমিট্যান্স পাঠান। এতে তিনি লটারি পদ্ধতিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) রেমিট্যান্স উৎসবে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকারি হন। বিথী আক্তার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামের বাসিন্দাবিস্তারিত