Main Menu

Saturday, November 16th, 2024

 

স্বর্গীয় শ্রী বাসুদেব সূত্রধরের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিশিষ্ট ব্যবসায়ী,জগৎ বন্ধু ফানিচারের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের পিতা স্বর্গীয় শ্রী বাসুদেব সূত্রধরের ১৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সারাদিন ব্যাপি প্রয়াতের নিজ বাড়ি নবীনগর পৌর এলাকার আলমনগরে ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরন করা হয়।


ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন বিকাশ ও কল্যাণে কাজ করবে: শ্যামল

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বিকাশ ও কল্যাণে কাজ করবে। শুধু সাংবাদিকতা নয় সামাজিক কর্মকান্ডে এ সংগঠনটি ভূমিকা রাখবে। শুক্রবার সন্ধ্যায় শহরের পুনিয়াউট এলাকায় তার বাসভবনে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেশের গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালন করে থাকে। এ ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরাও যথাযথ দায়িত্ব পালন করে আসছে। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়শনের নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ সকল সদ্যদের অভিনন্দন জানান। এ সময়বিস্তারিত


দীর্ঘ ৯ মাস পর চালু হলো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা

দীর্ঘ ৯ মাস বন্ধের পর গ্যাস সরবরাহ পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। গত ফ্রেব্রুয়ারি থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বন্ধ ছিল এ কারখানার উৎপাদন। এতে প্রতিদিন অন্তত সাড়ে ৪ কোটি টাকার উৎপাদন ব্যাহত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে গ্যাস সরবরাহ পাওয়ার পর পরই কারখানা চালুর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে দুপুর থেকেই কারখানার বয়লার প্ল্যান্ট চালু হয়েছে। দীর্ঘদিন পর গ্যাস সরবরাহ পাওয়ায় আনন্দিত কারখানার শ্রমিক কর্মচারীরা। পর্যায়ক্রমে কারখানার অন্যান্য প্ল্যান্টগুলো সচল হলে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই কারখানার উৎপাদন শুরু হতে পারে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ। কারখানাবিস্তারিত