Main Menu

Friday, November 1st, 2024

 

সাবেক মন্ত্রী মোকতাদিরের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ-সমাবেশ

বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তৌহিদি জনতার পক্ষে বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ কাসেমী, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. আলী আজম, খালিদ সাইফুল্লাহ সিরাজী, মো. তারেক ইয়ামিন, রহমত উল্লাহ কাসেমী প্রমুখ। বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে অশান্তি কায়েম করেছিলেন। বিশেষ করে ২০১৬ ও ২০২১ সালে তার নির্দেশে সরকার বাহিনী ও যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক প্রধান মাদ্রাসা জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসায় হামলাসহ নির্বিচারে মাদ্রাসা ছাত্রদের হত্যা করে। বক্তারা এসববিস্তারিত


৫ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির

বিএনপি কর্মী মকবুলকে হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেরা মাহবুব এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান এ আসামির ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীরবিস্তারিত


মোকতাদির চৌধুরী গ্রেপ্তারের ঘটনায় জেলা আওয়ামীলীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ, অসাংবিধানিক ও দখলদার সরকার কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, অসাম্প্রদায়িক ও নিরাপদ ব্রাহ্মণবাড়িয়ার রূপকার, ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি, বিশিষ্ট লেখক ও কলামিস্ট যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী-কে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ পরিবারের সর্বস্থরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা। একইসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ পরিবার অবিলম্বে জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে। (প্রেস বিজ্ঞপ্তি)  


সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরী গ্রেপ্তার

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম গন মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। শুক্রবার (১ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।” উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি। এর আগেবিস্তারিত