Main Menu

Saturday, October 26th, 2024

 

আখাউড়া স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের কাজ শিগগিরই শুরু হবে

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান বলেন, ‘সরকার পরিবর্তনের পর সবকিছুই নতুনভাবে গঠন করতে হচ্ছে। আশা করছি, শিগগিরই আখাউড়া স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। বিষয়টি এখন অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে। এর ফলে আন্তদেশীয় বাণিজ্যের প্রসার ঘটবে।’ আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পরিচালন কার্যক্রম পরিদর্শন শেষে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সাংবাদিকদের এ কথা বলেন। আন্তদেশীয় বাণিজ্য সম্প্রসারণে জোর দিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও মানুষের আসা-যাওয়ার সুবিধার জন্য কাজ করা হচ্ছে। এই স্থলবন্দরের রাজস্ব আয় কমে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদেরবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়া খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত, ইসলামী দলগুলোর ঐক্যের আহ্বান

‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন’ এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাষ্ট্রিয়াল স্কুল মাঠে খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতেই কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন, দারসে কোরআন পেশ করা হয়। খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি হাফেজ মুহাম্মদ এমদাদ উল্লাহ সিরাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। জেলা কমিটির সাধারন সম্পাদক এস, এম শহিদ উল্লাহ,র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মাওলানা আহমদ আলী কাসেমী ও প্রধান বক্তা ছিলেন, এ বি এম সিরাজুল মামুন। এবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলায় বিজিবির পৃথক অভিযানে প্রায় পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে আখাউড়ার বাউতলা সীমান্ত ও বিজয়নগরের চান্দুরা এলাকায় বিজিবি-২৫ ও বিজিবি-৬০ ব্যাটালিয়ন এ অভিযান চালায়। অভিযানে পাঁচ হাজার ২৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করে বিজিবি। ৬০ বিজিবির (সুলতানপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, শুক্রবার দিনগত রাতে সীমান্ত এলাকায় টহল দেয়ার সময় বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। যার মূল্য ২ কোটি ৬৩ লাখ টাকা। অন্যদিকে বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ২ কোটিবিস্তারিত


বিজয়নগরে ট্রাকচাপায় পথচারী নিহত

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় আরব আলী (৫৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরব আলী বীরপাশা এলাকার মৃত মনির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আরব আলী বীরপাশা বাসস্ট্যান্ডের অদূরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় ঢাকাগামী বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ট্রাকটিও সড়কের পাশে উল্টে যায়। ট্রাকচাপায় পথচারী আরব আলী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরতবিস্তারিত