Wednesday, September 20th, 2023
ব্রাহ্মণবাড়িয়ায় উগ্রবাদ প্রতিরোধে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় উগ্রবাদ প্রতিরোধে শিক্ষক/ছাত্র-ছাত্রী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর আয়োজনে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. এস. এম শফিকুল্লাহ, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়িদুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ। স্বাগত বক্তব্য রাখেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর এডিসি মোঃ জাহিদুল ইসলাম সোহাগ। সেমিনারে বক্তারা, উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে সমাজেরবিস্তারিত
অস্বাস্থ্যকর পরিবেশের জন্য হোটেল খাওয়া দাওয়াকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে হোটেল খাওয়া দাওয়াকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে ডা. ফরিদুল হুদা রোডে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন জানান, অস্বাস্থ্যকর পরিবেশের জন্য হোটেল খাওয়া দাওয়াকে জরিমানা করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১ টি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিতাস থেকে অবৈধ বালু তোলায় ৭ জনের জেল
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদী থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলনের সময় সাতজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পত্তন ইউনিয়নের মাসাউড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহ আলম, আজগর আলী , শুক্কুর আলী, খায়রুল কবির, নজরুল ইসলাম, ইয়াছিন মিয়া, আল আমিন। তারা ড্রেজারের চালক-শ্রমিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, বিনা অনুমতিতে ভাদুঘর সংলগ্ন মাসাউড়া এলাকায় তিতাস নদী থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলন করা হচ্ছিল। এবিস্তারিত
দাম বেশি রাখায় আনন্দ ও জগৎ বাজারে ৪ ব্যবসায়ীকে জরিমানা
সরকার নির্ধারিত দামে আলু ও ডিম বিক্রি নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজার ও জগৎ বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় দাম বেশি রাখায় আনন্দ ও জগৎ বাজারের ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন জানান, আনন্দ বাজার ও জগৎ বাজার এলাকায় নিয়মিত বাজার মনিটরিং করার অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৪ টি মামলায় ৪ জনকে ১৪বিস্তারিত
গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালাল শ্বশুরবাড়ির লোকজন
নাসিরনগরে রুবিনা আক্তার (২৪) নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। খবর পেয়ে পরিবারের লোকজন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। রুবিনা উপজেলার ভলাকুট ইউনিয়নে খাগালিয়া গ্রামের আক্কাছ মিয়ার মেয়ে ও একই গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী। নিহতের পরিবার জানায়, ২০১৯ সালে খাগালিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মাহবুবুর রহমানের সঙ্গে বিয়ে হয় রুবিনার। বিয়ের পর থেকেই রুবিনার স্বামী তাকে টাকার জন্য মারধর করত। বিষয়টি কয়েকবার পারিবারিকভাবে মীমাংসাও করা হয়। মঙ্গলবার (১৯বিস্তারিত
চালু হয়েছে এনআইডি সার্ভার
রক্ষণাবেক্ষণের কাজ শেষে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা আবারও চালু করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে সার্ভার চালুর কথা গণমাধ্যমকে জানিয়েছে ইসি। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এখন এনআইডি সেবা পাওয়া যাচ্ছে। আজ সকাল থেকে এটি সচল হয়েছে। মাঝে মধ্যে এটির রক্ষণাবেক্ষণের দরকার পড়ে। যার কারণে সার্ভার বন্ধ করা হয়েছিল। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এনআইডি সার্ভারের পরিষেবা বন্ধ করা হয়। এর আগে গত ১৬ আগস্টেও রক্ষণাবেক্ষণের কাজে এনআইডি সেবা বন্ধ ছিল। এছাড়া চলতি বছরে কয়েকবার এনআইডি সার্ভার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। প্রসঙ্গত, দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্নবিস্তারিত