Main Menu

Wednesday, September 13th, 2023

 

বোরকা পরে যুবলীগ নেতা হত্যার পলাতক আসামি আখাউড়ায় গ্রেফতার

কুমিল্লায় যুবলীগ নেতাকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ বাদল রিয়াজকে (৪৮) গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের আগরতলা হয়ে দেশে ফেরার পথে আখাউড়া স্থলবন্দরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিয়াজ কুমিল্লার তিতাস উপজেলার জিরারকান্দির মোহাম্মদ রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক জামাল হত্যা মামলার ৫নম্বর আসামি। আখাউড়া ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক স্বপন দাস বলেন, ‘কুমিল্লার তিতাসে আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ বাদল রিয়াজ ঢাকা বিমানবন্দর দিয়ে আরব আমিরাতের দুবাই পালিয়ে যায়। সেখান থেকে ভারতের আগরতলা হয়ে আখাউড়াবিস্তারিত