Wednesday, April 5th, 2023
বিসিকে ভয়ংকর এ্যাসবেসটোস, জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের উদ্বেগ
ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্প নগরীতে ক্যান্সার রোগ সৃষ্টিকারী বিষাক্ত খনিজ পদার্থ এ্যাসবেসটোস এর উপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী। বুধবার বিকেলে জেলা প্রশাসন আয়োজিত জেলা নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, এ্যাসবেসটোসের একমাত্র উৎস হলো শিপব্রেকিং ইন্ডাস্ট্রি। তবে সেখানেও তা বন্ধ করা হয়েছে। যেটুকু পাওয়া যায় তাও পরিশুদ্ধ করা হয়ে থাকে। তিনি ব্রাহ্মণবাড়িয়া শিল্পনগরীতে এ্যাসবেসটোস এর উপস্থিতির বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়াও তিনি বিসিক শিল্প নগরীরবিস্তারিত