Main Menu

Tuesday, November 29th, 2022

 

সরাইলে আশ্রয়ণের ভীত নির্মাণের পর প্রমাণ হলো জায়গাটি ব্যাক্তি মালিকানার , সরকারের লাখ টাকা গচ্ছা

পরপর নির্মাণ চলছে আশ্রয়ণ প্রকল্পের ৫টি ঘরের। এরজন্য কাটা হয়েছে অর্ধশতাধিক বনজ ও ফলজ গাছ। ভেঙ্গে ফেলা হয়েছে বসতঘরও। এসবই চলছে ব্যক্তিমালিকানা ভূমিতে। প্রশাসনের ভুলের খেসারত দিতে হল সরাইলের ছিদ্দিকুর রহমানের পরিবারকে। উপজেলা থেকে জেলা প্রশাসনের দরজায় ঘুরে অবশেষে পুনঃজরিপে দেখা গেলো জমিটি খাস নয়। এরই মধ্যে সরকারের লাখ টাকা খরচ হয়ে গেছে। এখন চেয়ারম্যান বিচার চাইছেন পরিমাপকারী চেইনম্যানের। প্রশাসনও সেখানে ঘর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ইতিমধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে পুনঃজরিপের নির্দেশ দেন। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সার্ভেয়ার ওয়াসিম আকরাম, তেলিকান্দি ইউনিয়নবিস্তারিত