Main Menu

Saturday, May 7th, 2022

 

নবীনগরে আড়াই বছর পর বীর মুক্তিযোদ্ধার লাশ উত্তোলন

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উওর কাইতলা ইউনিয়নের নারুই গ্রামে আজ শনিবার সকালে আব্দুল ওহিদ নামের এক বীর মুক্তিযোদ্ধার লাশ আদালতের নির্দেশে আড়াই বছর পর উত্তোলন করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নারুই বাজারে ১৭ই নভেম্বর ২০১৯ সালে তুচ্ছ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহিদের সাথে তার ভাতিজা আবু হানিফের কথাকাটাকাটির জের ধরে আব্দুল ওহিদ মিয়া মারা যায়। এই ঘটনায় এলাকায় শালিশী হয়। গত বছরের ৭ই সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা আব্দুল ওহিদের স্ত্রী হোসনা আরা বেগম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলা পর্যালোচনা করে লাশ উত্তোলনেরবিস্তারিত


নবীনগরে সড়ক দূর্ঘটনায় নিহত একজন

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে নবীনগর টু কোম্পানীগঞ্জ সড়কের চাইরপাইরা নামক স্থানে সিএনজি ও ভ্যানের সংঘর্ষে ভ্যান চালক উজ্জ্বল মিয়া (৩২) নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। নিহতের বাড়ি পৌর এলাকার সুহাতা গ্রামে। সে মৃত আলী আহাম্মদের ছেলে। জানা যায়, সদর বাজারের হাবিব বেকারীতে কর্মরত ৩ সন্তানের জনক উজ্জ্বল মিয়া প্রতিদিনের মতো বেকারীর মালামাল নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে বাঙ্গরা বাজারের উদ্দেশ্যে রওয়ানা করেন। বাঙ্গরা বাজারের কাজ শেষে নবীনগরে ফেরার পথিমধ্যে চাইরপাইরা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিকে আসা একটি সিএনজি অটো রিকসা উজ্জ্বল মিয়ারবিস্তারিত


সরাইলে তিতাস নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মোহাম্মদ মাসুদ,  সরাইল।  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সরাইল থানা-পুলিশ। শুক্রবার (৬ মে) দুপুরে নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যানি’।