Main Menu

Thursday, May 12th, 2022

 

সরাইল-অরুয়াইল সড়কে রাস্তার উপর বটগাছ:: যান চলাচলে প্রতিবন্ধকতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের সরাইল-অরুয়াইল সড়কের কালিবাড়িমোড়ে রাস্তার উপর দিনব্যপী একটি বটগাছে পড়ে থাকলেও গাছটি সরানোর যেন কেউ নেই। এতে করে এই রাস্তা দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। উপজেলা সদরে প্রবেশের সরাইল-অরুয়াইল সড়কের এই অংশে এমনিতেই যানঝট লেগে থাকে প্রতিনিয়ত। এর মধ্যে ব্যস্ততম এই সড়কে গাছ পড়ে থাকায় যানজটের মাত্রা আরও তীব্র হয়ে ওঠেছে। সরজমিনে দেখা যায়, সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সরাইল প্রেসক্লাব কার্যালয়ের পূর্বপাশে অনেক বছরের পুরোনো একটি বটগাছ ছিল। অবহেলা আর অনাদরে দিনে দিনে এই বটগাছের গোড়ার মাটি সরে গেছে অনেক আগেই। বৈরী আবহাওয়ার তোড়েবিস্তারিত