Saturday, March 27th, 2021
সরাইলে পুলিশ ক্যাম্পে হামলা, ২৫ পুলিশ আহত
মোহাম্মদ মাসুদ, সরাইল ।। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলায় মাদরাসার ছাত্র ও স্থানীয়দের বের করা বিক্ষোভ মিছিল থেকে অরুয়াইল পুলিশ ক্যাম্পে হামলা চালানো হয়েছে। এতে ক্যাম্পে থাকা ২৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (২৭ মার্চ) বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদ করে অরুয়াইল বাজারে বিক্ষোভ মিছিল বের করেন মাদরাসার ছাত্ররা। এতে স্থানীয় এলাকাবাসিও অংশ নেন। পরে মিছিল থেকে অরুয়াইল পুলিশ ক্যাম্পে হামলা চালানো হয়। হামলাকারীরাবিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী সহিংসতায় নিহত ৫, ২৫ পুলিশসহ আহত অর্ধশত, বিভিন্ন স্থানে সংর্ঘষ চলমান
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া রনক্ষেত্রে পরিনত হয়েছে। জেলার বিভিন্ন স্থানে সংর্ঘষে নিহত হয়েছে অন্তত ৫ জন। পুলিশসহ আহত হয়েছে অর্ধশত। শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে কয়েক হাজার বিক্ষোভকারী মহাসড়কে অবস্থান করে। এসময় পুলিশ-বিজিব সদস্যরা তাদের ধাওয়া করলে সেখানে উত্তেজনা দেখা দেয়। তখন ব্যাপক সংর্ঘষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। নিহতরা হলেন নন্দনপুর হারিয়অ গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে ওয়ার্কশপের দোকানী জুরু আলম (৩৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার দাবিড় মিয়ার ছেলে শ্রমিক বাদল মিয়া (২৪) ও ব্রাহ্মণবাড়িয়া বারিউড়া মৈন্দ গ্রামের জুরু আলীর ছেলে সুজন মিয়াবিস্তারিত
বিজয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত
বিজয়নগর সংবাদদাতা:বিজয়নগরে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলহ্মে “বিজয়নগর কমিউনিটি ” এর এডমিন ও মডারেটর প্যানেল এর উদ্যোগে ফ্রি মেডিকেল ও ডেন্টাল হেলথ ক্যাম্প অনুষ্টিত হয়েছে। আজ শনিবার সকালে ইসলামপুর ঈদগাঁহ মাঠে দিন ব্যাপী ক্যাম্পের উদ্ভোধন করেন উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যহ্ম হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান । উক্ত উদ্ভোধনি অনুষ্টানে ডা: তোফাজ্জল ইসলামের সভাপতিত্বে ও জুয়েল ভ’ইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ডা: শফিকুল ইসলাম ডা: অনির্বান মোদক ,ডা: সোহানা আফরিন ,প্রভাষক মনছুরুল হক আকিক , প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জিয়াদুল হক বাবু , এড,আজিজুর রহমান হেলাল ,প্রধান শিহ্মক আমজাদ হোসেন ,মাওলানা মুখলেছুরবিস্তারিত
নানা আয়োজনে নবীনগরে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: নানা আয়োজনে ব্রাক্ষনবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সুর্যদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সুচনা হয়। এরপর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান মো মনিরুজ্জামান মনি, পৌর মেয়র এড. শিব শংকর দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক,অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. মকবুল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান, উপজেলা স্বাস্থ ও প.প. কর্মকর্তা ডা মো হাবিব রহমান , নবীনগর থানার ওসি আমিনুর রশীদবিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের ৩ মামলা, আসামী সাড়ে ৬ হাজার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাগুলো দায়ের করা হয়। এর মধ্যে পুলিশ সুপারের কার্যালয় ও সদর মডেল থানার ২নং ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান দুটি এবং জেলা সদরের মেড্ডা এলাকায় ভাঙচুরের ঘটনায় এসআই মোসলেহ উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ সুপারের কার্যালয় এবং পুলিশ ফাঁড়ির মামলা দুটিতে অজ্ঞাত পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। আর মেড্ডার মামলায় আসামি দেড় হাজার। ইতোমধ্যে এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ।বিস্তারিত
ভাংচুর ও তান্ডবের ঘটনায় থমথমে ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন পয়েন্টে বিজিবি’র টহল
ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় সফরকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তান্ডবের ঘটনায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি সদস্য দ্বায়িত্ব পালন করছেন। তারা গান কার নিয়ে শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও এবিপিএন সদস্যদের মোতায়েন করা হয়েছে।
তান্ডবের দায় নিচ্ছে না জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা
মোদি বিরোধী আন্দোলনের নামে জাতিরজনকের মোরাল, রেলওয়ে স্টেশন, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জন অফিস, ২ নং পুলিশ ফাঁড়ি, ডাক বাংলা, সার্কিট হাউজ, মৎসভবন ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের দায় নেবে না জামিয়া ইউনুসিয়া বলে জানিয়েছেন প্রিন্সিপাল মুফতি মোবারুকুল্লাহ। তিনি বলেন, আমাদের ছাত্ররা টি,এ,রোডে অবস্থান নিয়েছিল। তারা অন্যদিকে যায় নি। আন্দোলনের খবর পেয়ে আমি আমাদের শিক্ষকদের নিয়ে ছাত্রদের ফিরিয়ে আনতে যায়। সেখানে টুপি ছাড়া, শার্ট-প্যান্ট পড়া লোকজন ছিল। সকলে আমাদের কথা শুনেনি। অন্যান্য মাদ্রাসার ছাত্র ও বহিরাগত মুসুল্লিরা এ কাজ করে থাকতে পারে বলে ধারনা তার।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি স্থগিত
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পূর্বাঞ্চল রেলপথে চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় রেলওয়ে পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণকক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে এ নির্দেশনার কথা জানানো হয়েছে। প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট এবং ঢাকা-নোয়াখালী রেলপথে চলাচলকারী ১৪টি আন্তঃনগর ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. শোয়েব আহমেদ জানান, পূর্বাঞ্চল রেলওয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি স্থগিত রাখা হবে। তবে মেইল ট্রেনের ব্যাপারে কোনো নির্দেশনাবিস্তারিত
শহড়জুড়ে তান্ডব, রাতভর অভিযানে আটক ১৪
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রারাছাত্রদের বিক্ষোভের সময় সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।