Main Menu

Thursday, October 8th, 2020

 

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নবীনগর ইয়ূথ এসোসিয়েশনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানব্ বন্ধন অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: সারা দেশের ন্যায় ধর্ষনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ সমাবেশ ও মানব্বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নবীনগর প্রেসক্লাব চত্ত্বরে নবীনগর ইয়ূথ এসোসিয়েশন নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানব্বন্ধন অনুষ্ঠিত হয় । এসময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হাসান জেমস, নবীনগর ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি রেজোয়ান ইসলাম হৃদয়,রাশেদুল ইসলাম, সীমান্ত, মনিরা মনি,পলি আক্তার,ওবাইদুল হক,তুষার,উদয় প্রমুখ। এসময় শত শত ছাত্র-ছাত্রীরা প্ল্যাকার্ডে লিখে ধর্ষণেল প্রতিবাদ সহ ধর্ষণেল ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন।


ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ড্রিম অফ নবীনগরের বিক্ষোভ সমাবেশ ও মানব্ বন্ধন অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: সারা দেশের ন্যায় ধর্ষনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরেও বিক্ষোভ সমাবেশ ও মানব্বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নবীনগর প্রেসক্লাব চত্ত্বরে ড্রিম অফ নবীনগর নামে সামাজিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানব্বন্ধন অনুষ্ঠিত হয় । এসময় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা সোহানুর রহমান, পিয়াস, আলিফ মিরা , অজন্তা, নাজা, তানহা প্রমুখ। এসময় শত শত ছাত্র-ছাত্রীরা প্ল্যাকার্ডে লিখে ধর্ষণেল প্রতিবাদ সহ ধর্ষনের ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন।


সরাইলে ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ –

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ঢাকা-সিলেট মহাসড়কে বিশ্বরোড়, কুট্টাপাড়া, বাড়িউড়া এলাকায় সচেতন ছাত্র সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন, বিক্ষোভ, করেছেন শতশত শিক্ষার্থী। মহাসড়কে বন্ধ হয়ে পড়ে সকল প্রকার যান চলাচল। দীর্ঘ এই মানববন্ধনে ছাত্রদের সাথে সংহতি জানিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। আজ সকাল ১১ টায় পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই বিভিন্ন এলাকার -শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতশত শিক্ষার্থী ধর্ষণের বিরুদ্ধে ব্যানার-ফেস্টুন নিয়ে যোগদান করেন। মানবন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ধর্ষকদের আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড দেয়া হোক। প্রকাশ্যে ফাঁসির দড়িতে ঝুলিয়েবিস্তারিত