Main Menu

Monday, August 3rd, 2020

 

নবীনগরে মোবাইল রিচার্জের তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৮

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পৌর সদরের ২ নং ওয়ার্ডের পশ্চিমপাড়া ওয়ালিশাহর মাজারের সাথের একটি দোকানে মোবাইল রিচার্জের তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষের নারী সহ ৮জন আহত হয়েছে।আজ সোমরার বিকেলে এ ঘটনা ঘটে। সংঘর্ষে  উভয় পক্ষের আহতরা হলেন, মামুন মিয়া (৪৫), মফিজ মিয়া(৫৪), মিন্টু মিয়া(৫৫), অপুর্ব (২২),মো. কাউছার মিয়া (৩৮), মো.জামাই আরিফ মিয়া (৩০) সহ দুজন নারী আহত হয়। স্থানীয়রা জানান, পৌর এলাকার পশ্চিমপাড়ার ওয়ালিশাহর মাজারের কাউছার মিয়ার  মোবাইল রিচার্জের দোকানে মোবাইলে টাকা রিচার্জ করতে আসে অপূর্ব। এই মোবাইল রিচার্জের তুচ্ছ ঘটনায় তাদের মধ্যে হাতাহাতি হয়।পরে এ ঘটনাকে কেন্দ্র করেবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ সাব-স্টেশনে ইনস্যুলেটর বিকট শব্দে বিস্ফোরিত:: শহরের অর্ধেকাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া বিতরন বিভাগের সাব ষ্টেশনে বিস্ফোরনে জেলা শহরের অর্ধেকাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সোমবার দুপুর পৌনে ৩ টার দিকে এই ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া বিতরন বিভাগ-১ এর একজন উপ-সহকারী প্রকৌশলী জানান- সাবষ্টেশনের ১১হাজার ভোল্টের এক ফেইজের ইনস্যুলেটর বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে পাশের অন্য দুটি শর্ট হয়।এছাড়া প্যানেল এবং ক্যাবলে সমস্যা হয়েছে কিনা তা নিশ্চিত হতে সেখানে এসে পরীক্ষা করে দেখতে শুরু করেন প্রকৌশলীরা। এ ঘটনার পরপর শহরের ঈদগাহ,পাউয়ার হাউজ রোড ,শিমরাইলকান্দি,পৈরতলা উত্তর ও দক্ষিন, মধ্যপাড়া, কাজিপাড়া, সরকারপাড়া, পুনিয়াউটসহ শহরের অনেক স্হানে বিদুৎত সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রকৌশলীরাবিস্তারিত