Friday, April 10th, 2020
নিউইয়র্কে করোনায় মৃতদের গণকবর দেওয়া হচ্ছে
বিশ্বের অন্য কোনো দেশে অত মানুষ করোনায় আক্রান্ত হয়নি যতটা হয়েছে শুধু যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে। প্রকাশিত ছবির বরাতে ব্রিটিশ সংভাদমাধ্যম বিবিসি শুক্রবারের এক প্রতিবেদনে জানিয়েছে, নিউইয়র্ক শহরে যারা করোনায় মারা যাচ্ছেন তাদের গণকবর দেওয়া হচ্ছে। নিউইয়র্কে প্রতিদিন শত শত মানুষ করোনায় প্রাণ হারাচ্ছেন। বিরাট গণকবরে একসঙ্গে অনেক মানুষকে কবর দেয়া হচ্ছে, ড্রোন দিয়ে তোলা এমন ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে বিশ্বের গণমাধ্যমগুলোতে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুখ থেকে শুরু করে পা পর্যন্ত ঢাকা ‘হ্যাজমাট’ স্যুট পরা কর্মীদের কাজ করতে দেখা যাচ্ছে বিরাট এক গণকবরে। তারা মই দিয়ে সেই কবরে নামছে, একটারবিস্তারিত
সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা
করোনাভাইরাস সংক্রমণরোধে সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার চলমান সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পাঁচটি নির্দেশনা পালনের শর্তে ১৫ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ১১ দিন ছুটি বাড়ানো হয়েছে। করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে তা দুই দফায় বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়। এবার চতুর্থবারের মতো ছুটি বাড়ল। এ ছুটি অন্যান্য সাধারণবিস্তারিত
সরাইলে অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ টুলা গ্রামের ব্যবসায়ী মো. শিকুল পারভেজ এর উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে বিভিন্ন শ্রেনীর খেটে খাওয়া মানুষের মাঝে ত্রান বিতরণ করেছেন। আজ শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নে সৈয়দ টুলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে এ ত্রাণ বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানা অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো, ও এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ, গনমাধ্যম কর্মীরা । সরাইল থানা অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো বলেন, করোনা বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়া এই রোগ সংক্রমণ প্রতিরোধে নিয়মিত গরম পানি ওবিস্তারিত
আশুগঞ্জে পানিতে ডুবে ২ আপন বোনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিয়া (৮) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল উপজেলার সোহাগপুর চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। তারা ওই পাড়ার বাসিন্দা সাদির মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, দুপুর থেকে দুই বোন সাদিয়া ও সামিয়াকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর বিকেলে বাড়ির পাশের একটি পুকুর থেকে দুই বোনের ভাসমান অবস্থায় নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিক তাদের পৌর শহরের রেলগেট এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার প্রথম করোনা রোগী শনাক্ত, বাড়ি নবীনগরে
ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৬৫ বছর বয়সী এই রোগী জেলার নবীনগর উপজেলার আলমনগর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা। শুক্রবার দুপুরে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ বলে জানা যায়। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, ঢাকা সিভিল সার্জন অফিস সূত্রে তারা ওই ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদটি জানতে পারেন। আক্রান্ত ব্যক্তি এখন রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। করোনা প্রতিরোধে গঠিত নবীনগর উপজেলা কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, পেশায় কৃষক এই ব্যক্তি গত ২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে তাকেবিস্তারিত
২৫ এপ্রিল পর্যন্ত বাড়ল সাধারণ ছুটি
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংকটে সরকারি ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো সাধারণ ছুটি বাড়ানো হল। অবশ্য এখনো এ সংক্রান্ত প্রজ্ঞাপন জানি করা হয়নি। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ২৫ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হচ্ছে। কোভিড-১৯ মহামারী মোকাবেলায় প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২৫ এপ্রিল পর্যন্ত চতুর্থ দফা ছুটি বাড়ানো হয়েছে। দেশে কোভিড-১৯ রোগ শনাক্তেরবিস্তারিত
নাসিরনগরে সামাজিক দূরত্ব না মেনেই চলছে প্রতিদিনের বাজার
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সামাজিক দূরত্ব অগ্রাহ্য করেই চলছে প্রতিদিনের বাজার। প্রতিদিনের মতোই ভোরবেলা থেকে মানুষজন আসতে শুরু করে এসকল বাজারে। সকাল থেকে শুরু হয়ে এ বাজার চলে একটানা ১০টা পর্যন্ত। প্রশাসন চেস্টা করেও পারছেনা জনসমাগম কমাতে। এদিকে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী গণসচেতনা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করলেও জনসাধরণের মধ্যে তার প্রভাব পড়ছে না। সরকারি নিষেধ অমান্য করেই নাসিরনগরের বিভিন্ন এলাকায় বসছে বাজার। এমনকি সপ্তাহিক হাটও বন্ধ হয়নি এখনো। গত এক সপ্তাহের দৈনিক ও সাপ্তাহিক হাট-বাজার ঘুরে দেখা গেছে, নিরাপদ দূরত্ব বজায় না রেখে চলাচল করা কিংবা দোকান থেকেবিস্তারিত
কসবায় বেঁদে পল্লীতে ত্রাণ দিলেন মেয়র ও উপজেলা ভাইস চেয়ারম্যান
কসবা প্রতিনিধি:: কসবায় কেউ না খেয়ে থাকবে না আইনমন্ত্রীর এই শ্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি চৌমুহনীর বেঁদে পল্লীতে আজ শুক্রবার সকালে পল্লীর গৃহবন্দি প্রায় ২৬ টি দরীদ্র বেঁদে পরিবারের মাঝে নিজ হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ঘরে ঘরে গিয়ে কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল ও কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন। কসবা পৌর মেয়র ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জানান, সাংবাদিকরা সংবাদ প্রচার করায় তারা জানতে পারেন, করোনা প্রকোপে গৃহবন্দি দরীদ্র বেঁদে পরিবার গুলো সংসার চালাতে হিমশিম খাচ্ছিলো । আইনমন্ত্রীর শ্লোগানকে বাস্তবায়ন করতে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে আজবিস্তারিত
নবীনগরে করোনা সন্দেহে বৃদ্ধা শাশুড়িকে ঢাকা থেকে এনে রাস্তায় ফেলে চলে যায় পুত্রবধু
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে শ্বাসকষ্টের রোগী ৮০ বছরের বৃদ্ধা এক শাশুড়িকে ঢাকা থেকে এনে রাস্তায় ফেলে চলে গেছে পুত্রবধূ! জানা যায়, পুত্রবধূ বৃদ্ধা শাশুড়িকে ঢাকা থেকে উপজেলার গোপালপুর এনে রাস্তায় ফেলে চলে যায়। করোনা সন্দেহে কেউ তার কাছে যাচ্ছে না।খবর পেয়ে এমনকি তার বাড়ির লোকজনও পলাতক রয়েছেন। নবীনগর থানার ওসি রনোজিত রায় জানান, খবর পেয়ে পুলিশ মেডিকেল টিম নিয়ে ঘটনাস্থলে থেকে বৃদ্ধার নমুনা সংগ্রহ করে। এখন স্থানীয় চেয়ারম্যানের দায়িত্বে তাকে রাখার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো.হাবিবুর রহমান জানান, আমরা তাকে প্রাথমিক চিকিৎসাবিস্তারিত