Main Menu

Sunday, December 15th, 2019

 

খালেদার জামিন আবদেন খারিজ : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাঁধায় বিএনপির মিছিল পন্ড

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবদেন খারিজ হওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কর্মসূচী পুলিশি বাঁধায় পন্ড হয়ে গেছে। রবিবার বিকেলে শহরের কলেজ পাড়া থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হলে বিপুল সংখ্যক পুলিশ তাতে বাধা দেয়। এতে নেতাকর্মীরা কোন কর্মসূচী পালন করতে পারেনি। এ সময় জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, যুগ্ম সম্পাদক মমনিুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


পরীক্ষায় খারাপ ফলাফল করায় নবীনগরে কিশোরীর আত্মহত্যা

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রবিবার ভোর রাতে তানজিনা আক্তার (১৪) নামে নবম শ্রেনীতে পড়ুয়া এক কিশোরি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাই পাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও শিবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত নবম শ্রেণীর পরীক্ষায় খারাপ ফলাফল করায় পরিবারের লোকজন শাসন করলে রবিবার ভোর রাতে অভিমানে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে নবীনগর থানায় নিয়ে আসে। শিবপুর ফাঁড়ি থানার ইনচার্জ এস আইবিস্তারিত


নবীনগরে ইয়াবা বিক্রির সময় ইউপি মেম্বারসহ আটক চার

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় স্থানীয় ইউপি মেম্বারসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেড়’শ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। আটক কৃতরা হলেন, উপজেলার বড়াইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চর গৌসাইপুর গ্রামের মেম্বার মো. কবির হোসেন (৩৮), মো.জালাল মিয়া(৪০), মোকাদ্দুস মিয়া(৪২) ও ইয়াবা সম্রাট রুহুল আমিন(৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের চরগৌসাইপুর গ্রামের ব্যাপারী বাড়ীর মোড়ের রাস্তায় ইয়াবা ট্যাবলেট বেচা কেনা করা সময় পুলিশ তাদের হাতে নাতে আটকবিস্তারিত


উন্নয়ন যেন পরিবেশ বান্ধব হয় সেদিকে নজর রেখে কাজ করছে পৌর পরিষদ- পৌর মেয়র

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির বলেছেন, ডাম্পিং স্টেশন নির্মাণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্যোগ নেয়া হয়েছে। নগরের উন্নয়নে সকল পদক্ষেপই যাতে পরিবেশ বান্ধব হয় সেদিকে নজর রেখে বর্তমান পৌর পরিষদ কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর নগরীকে একটি বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সকল শ্রেণী পেশা ও প্রত্যেক সচেতন মানুষের পরামর্শ। একটি সুপরিকল্পিত উদ্যোগ ও পরামর্শই পারে একটি আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভায় রূপান্তর করতে। আর এ লক্ষ্যেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে আধুনিকায়ন করতে কাজ করে যাচ্ছি। তিনি রোববার সকালে পৌর এলাকার ৭নংবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ পরিবার ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবার ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানে ১৭ শহীদ পরিবার ও ৫ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়।


মহান বিজয় দিবস উপলক্ষে সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন এর শুভেচ্ছা

৪৮তম মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করি স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ-গাজী বীরমুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের। তিনি মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।