Main Menu

Thursday, November 14th, 2019

 

মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ৭ম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাধারণ সম্মেলন অনুষ্ঠিত

মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ৭ম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাধারণ সম্মেলন গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০১৯, ১৬ রবিউল আউয়াল ১৪৪১) বিরাসার কবরস্থান জামে মসজিদের ২য় তলায় বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা ইসহাক এর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী, জামিয়া দারুল আরকাম মাদ্রাসার শায়খুল হাদিস ও মহাপরিচালক আল্লামা শায়খ সাজিদুর রহমান, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফ্তী মুবারকুল্লাহ্, জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার নায়েবে প্রিন্সিপাল আল্লামা আলী আযম কাসেমী।বিস্তারিত


নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১০

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের আকবপুর গ্রামে ব্যাটমিন্টন খেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের সংঘর্ষে-১০ জন আহত হয়েছে।তাদের মধ্যে গুরুত্বর আহত ইসমাইল মিয়া,তাজু মেম্বার,ওয়াছেক মিয়া কে নবীনগর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নবীনগরের শিবপুর ফাঁড়ির ইনচার্জ এসআই বিবেকানন্দ দেবনাথ জানান, ব্যাটমিন্টন খেলা নিয়েই তাজু মেম্বারের লোকজনের সাথে ওয়াসেক মিয়ার লোকজনের সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।


কসবায় ট্রেন দূর্ঘটনার জেলা পর্যায়ে তদন্ত কমিটির তদন্ত শুরু

খ,ম,হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া কসবার মন্দবাগে ট্রেন দূর্ঘটনার দুইদিন পর দূর্ঘটনাস্থলে তদন্ত শুরু করেছেন জেলা প্রশাসনের পক্ষথেকে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির সদস্যরা। ১৪নভেম্বর বৃহস্পতিবার দুপুর সারে ১২টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যাট মিতু মরিয়মের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা দূর্ঘটনা স্থলে এসে সিগনাল, রেললাইনের ত্রুটি, লগসিট, সার্ভার লাইন, কন্ট্রোল বক্স সহ সার্বিক খতিয়ে দেখেন। এসময় তারা ষ্টেশনে দায়িত্বরত সিনিয়র ষ্টেশন মাস্টার মো:খলিলুর রহমান মন্ডলের সাথে নানা বিষয়ে কথা বলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যাট মিতু মরিয়ম জানান, দূর্ঘটনায় সার্বিক বিষয় নিয়ে আমরা তদন্তবিস্তারিত