Tuesday, February 26th, 2019
ব্রাহ্মণবাড়িয়ায় নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরন
বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের অধীনে নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয় বর্ধনমূলক কার্যক্রম হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রাঙ্গণে উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ছাগল বিতরন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া। সিনি:উপজেলা মৎস্য কর্মকর্তা মো সহিদুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো মামুনুর রশিদ, কুমিল্লা প্রকল্প সহকারি পরিচালক সামসুুউদ্দিন বাবু। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ নিবন্ধিত জেলেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন,বিস্তারিত
সরাইলে দিন দুপুরে ডাকাতি
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে দিন দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার পানিশ্বর এলাকার কাকলি ব্রিকস নামের একটি ইটভাটার সামনে এ ঘটনা ঘটেছে। অ¯্রধারী ডাকাতদল যাত্রীদের মারধর করে নগদ টাকা, মুঠোফোন ও মালামাল নিয়ে পালিয়েছে। ট্রলারের মাঝি ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে ৫০/৬০ জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জের ভৈরব বাজার নৌঘাট থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার ছেড়ে আসে। দুপুর একটার দিকে এটি আশুগঞ্জ বাজার এলাকায় থামে। আশুগঞ্জ থেকে আরও প্রায় ৪০/৫০ জন যাত্রী ওঠে। এর মধ্যে যাত্রীবেশী অস্ত্রধারীবিস্তারিত
নবীনগরে উপজেলা চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চায় শফিকুল ইসলাম
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ক্যালেন্ডার, ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে ব্রাহ্মণবাডিয়া জেলার নবীনগর উপজেলার চেয়ারম্যান পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরাও বিভিন্নভাবে জানান দিচ্ছেন প্রার্থিতা। তাই নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝেও কৌতুহল সৃষ্টি হয়েছে। উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচিত নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম। উপজেলার তৃণমূলের জনপ্রিয় এই নেতাকে নিয়ে ভোটারদের মধ্যে চলছে আলোচনা। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন চান একাধিক প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একাধীকবারবিস্তারিত
আখাউড়ায় বজ্রপাতে শ্রমিক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামে বজ্রপাতে শামসুল আলম (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঐ এলাকার মেহের আলীর সবজি জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল আলম নেত্রকোণার বারহাট্টা উপজেলার ছয়গাও গ্রামের বাসিন্দা আব্দুল হাই মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, আজ সকালে সবজির জমিতে কাজ করার সময় তিনি বজ্রপাতে আহত হন। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। আখাউড়া থানার ওসি আরিফুল আমিন সাংবাদিককে এ খবরটি নিশ্চিত করে বলেন, লাশ বনগজে আছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া করার কাজ চলছে।