Monday, September 30th, 2013
মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচলের দাবি
প্রতিনবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা চলাচল অব্যাহত রাখার দাবিতে সোমবার মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ। সকালে শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় অটো-রিক্সা মালিক সমিতির সভাপতি হাজি খুরশিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি কাউসার আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাহার চৌধুরী, শ্রমিক নেতা মোঃ ফুল মিয়া, স্বপন মিয়া, কাজি রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে আন্দোলনকারীরা মিছিল নিয়ে মেড্ডা থেকে কাউতলী গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।আন্দোলনকারিরা অভিযোগ করেন, আদালতের একটি আদেশকে সামনে রেখে ও বাস মালিক সমিতির চাপে বিভিন্ন সড়ক-মহাসড়কে সিএনজিবিস্তারিত
কন্যা শিশু দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় কন্যা শিশু দিবস উপলক্ষে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ প্রমুখ।
কসবায় মালবাহী বগি লাইনচ্যুত, ২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মালবাহী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। উদ্ধারকাজ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই পথে ট্রেন চলাচল শুরু হয়।আখাউড়া লোকোশেড ইনচার্জ মো. মহসিন ভূইয়া জানান,সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কসবার মন্দবাগে দূর্ঘটনায় পড়ে। এসময় ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হলে ঢাকা- চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে মেইন লাইন পরিস্কার করলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবারোবিস্তারিত
বাঞ্ছারামপুরে যুবলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় যুবলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগরে কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক সায়েদুল ইসলাম ভুইয়া বকুল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার এন. এনামুল কবির ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সহ-সভাপতি শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তফাজ্জল হোসেন, রুস্তম আলম, ছগির সরকার, তাজ মিয়া, মাইনুদ্দিন মিয়া, কামাল আহাম্মেদ, জাহাঙ্গীর আলম, শাহীন বেপারী, মুন্সি নবী, শফিকুলবিস্তারিত
আশুগঞ্জের চর চারতলায় দু’পক্ষের সংঘর্ষে ৩০আহত
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের উপজেলা শহরের চর চারতলায় আনু সরদারের বাড়ি ও লতিব বাড়ি মধ্যে সোমবার দুপুরে কথা কাটাকাটি নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষে ৩০জন আহত হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও আশুগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যাক্ষাদর্শী সূএে জানা যায়, সোমবার দুপুরে চরচারতলা গ্রামের আনু সরদারের বাড়ি বাবুল মিয়ার ছেলে হৃদয়ের সাথে ও লতি বাড়ির মিন্টু মিয়ার ছেলে সুমনের সাথে মেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে হাতা হাতিতে রুপ নেয়। এর জের ধরে আজ সোমবার দুপুর দেড়টার দিকে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষেবিস্তারিত
বাঞ্ছারামপুরে কন্যা দিবস পালন
সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক বনাঢ্য র্যালী বের করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নোয়াখেরুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুন নাহার খানম,মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কাশেম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোকারম হোসেন ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ই,আ,ম,মাসুদ মজুমদারসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা র্যালীতে অংশ গ্রহন করেন ।
আখাউড়ায় কন্যাশিশু দিবসে মানববন্ধন
প্রতিনিধি : ”কন্যাশিশুর বিয়ে নয়, করবে তারা বিশ্বজয়” এই স্লোগানের মধ্য দিয়ে সোমবার আখাউড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। নারীর অগ্রযাত্রার বিরুদ্ধে সাম্প্রতিক কালে কতিপয় মহলের বিভ্রান্তি ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রেক্ষাপটে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে, প্রশাসনের আয়োজনে নারী পুরুষের অংশ গ্রহণে উম্মুক্ত অন্তরঙ্গ সংলাপের ধারাবাহিকতায় ও কন্যাশিশু দিবস উপলক্ষে সোমবার সকালে উপজেলা চত্ত্বরে মাবনববন্ধন কর্মসুচি পালন করা হয়। এতে অংশ নেয় উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খুরশীদ শাহরিয়র, কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা বুলবুল আক্তার, মহিলা বিষয়কবিস্তারিত
আশুগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
প্রতিনিধি॥ “শিশু কন্যার বিয়ে নয়,তারা করবে বিশ্বজয়” এ শ্লোগানকে সামনে রেখে আশুগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেস অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আশুগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেইট এলাকায় ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সহস্রাধীক লোক হাতে হাত ধরে দীর্ঘ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলাবিস্তারিত
রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিকদের নিয়োগের দাবীতে অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান
প্রতিবেদক : রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিকদের নিয়োগের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচীর পর স্মারক লিপি প্রদান করেছে শিকরা। দুপুরে শহরে কাজীপাড়ায় জেলা প্রাথমিক শিা অফিসের সামনে নিয়োগ বঞ্চিত সকল প্যানেলভুক্ত শিকবৃন্দের পে জেলা সভাপতি মোঃ বায়েজিদ খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তুলসী সরকারের পরিচালনায় অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন মরিয়ম বেগম, আমির হোসনে, মোশারফ হোসেন, নাদমী আক্তার প্রমুখ। সভায় বক্তারা বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মতই রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক পদের নিয়োগ পরীা সম্পন্ন হয়। পরীায় চুড়ান্ত ভাবে উত্তীর্ণ ৪২ হাজার প্রার্থীর মাঝে ১৬ হাজার প্রার্থীকে নিয়োগ দেয়াবিস্তারিত
‘জাতির জনক ও তার কন্যার চেয়ে শিক্ষা খাতে আর কেউ বেশি গুরুত্ব দেয়নি’
প্রতিবেদক ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘জাতির জনক ও তার কন্যার চেয়ে শিক্ষা খাতে আর কেউ বেশি গুরুত্ব দেয়নি। স্বাধীনতা পরবর্তী দেশের ভঙ্গুর অর্থনীতির সময়েও বঙ্গবন্ধু শিক্ষাখাতকে অনেক গুরুত্ব দিয়েছেন। একইভাবে তার কন্যা শেখ হাসিনাও শিক্ষাখাতে বিশেষ করে নারী শিক্ষা প্রসারে অধিক গুরুত্ব দিচ্ছেন।’তিনি আরও বলেন, ‘একটি মেয়েকে শিক্ষা দেওয়া মানে একটি পরিবার তথা পুরো জাতিকে শিক্ষিত করে তোলা। নারী ও পুরুষের সম্মিলিত পদযাত্রায় পৃথিবী এগিয়ে যাচ্ছে’।তিনি সোমবার দুপুরেবিস্তারিত