Saturday, April 6th, 2013
ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:জেলা ডাকাতদলের ৫ সদস্য গ্রেফতার
শামীম উন বাছির: ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:জেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা শহর ও পার্শ্ববর্তী হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে শনিবার তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, গত ১১ মার্চ দিনগত গভীর রাতে শহরের পৈরতলা ফকির বাড়ির কাউছার আহমেদের বাড়িতে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দিয়ে তার ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসেট লুটে নেয়। পরদিন সকালে কাউছার আহমেদ বাদী হয়ে সদর থানায় একটি ডাকাতির মামলা করেন। পরে তার বাড়ি থেকেবিস্তারিত
টর্নোডো ক্ষতিগ্রস্তদের মাঝে ভাদুঘর সানফ্লাওয়ার মডেল একাডেমীর ত্রাণ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন টর্নোডো ক্ষতিগ্রস্থদের মাঝে ভাদুঘর সানফাওয়ার মডেল একাডেমীর উদ্যোগে অদ্য ০৬/০৪/২০১৩ইং তারিখে ত্রাণ বিতরণ করা হয় ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ২টি করে খাবার প্লেইট, ১টি পানির জগ, ১টি পানির গ্লাস ও ১টি করে বদনা দেওয়া হয় তাছাড়া বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া নতুন ও পুরাতন বিভিন্ন রকমের কাপড় বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে নেতৃত্বে বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা পরিচালক এডঃ মোঃ ইয়াছিন মিয়া। সানফাওয়ার মডেল একাডেমীর উদ্যোগে ১০০টি পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক শারমিন সুলতানা সেতু, প্রধানবিস্তারিত
এমপি’র হস্তক্ষেপ, সরাইলে ৭০ হাজার লোকের স্বস্থি
প্রতিনিধিঃ স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টীর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট জিয়াউল হক মৃধার হস্তক্ষেপে সরাইলে ৭০ হাজার লোক দুই সপ্তাহ পর স্বস্থির নিঃশ্বাস ফেলেছে। ১৫ দিন পর শনিবার সমঝোতার মাধ্যমে প্রত্যাহার করা হয়েছে সড়ক পথ সহ সকল অবরোধ। ফলে নির্বিঘ্নে শুরু হয়েছে দুই ইউনিয়নের মানুষের সড়ক পথের যোগাযোগ। ব্যবসায়ী, জেলে ও শ্রমজীবি মানুষের মধ্যে ফিরে এসেছে স্বাভাবিক অবস্থা। শিক্ষার্থীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। পুলিশ সূত্র জানায় অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের চাঁদা তোলাকে কেন্দ্র করে গত ২৩ মার্চ সকালে কলেজে একাদশ শ্রেণীর ছাত্রবিস্তারিত
সরাইলে চার জেলার হেফাজতে ইসলামের মহা সমাবেশ
সরাইল প্রতিনিধিঃ হেফাজতে ইসলামের ডাকা ঢাকার লংমার্চে অংশ গ্রহনের জন্য গত শুক্রবার রাত পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ নেতা কর্মীরা সরাইলের বিশ্বরোড মোড়ে অবস্থান নেয়। সারা রাত অবস্থান শেষে গতকাল শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কুট্রাপাড়া খেলার মাঠে তারা মহা সমাবেশে মিলিত হয়। এ সমাবেশে হবিগঞ্জ, নরসিংদী, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ সহস্রাধিক লোক অংশ গ্রহন করে। আয়োজন করা হয় দুপুরের খাবারের। গতকাল সকাল ৮টা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে হেফাজতে ইসলামের লোকজন জমায়েত হতে থাকে মহাসড়কের পাশের ওই মাঠে। বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে লোক সমাগম। এক সময় মহাবিস্তারিত
১২ এপ্রিল ব্রাক্ষণবাড়িয়ায় মহাসমাবেশ ঢাকা অবরোধ ৫ মে
ডেস্ক ২৪: আগামী সোমবার (৮ এপ্রিল) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। শনিবার বিকেলে মতিঝিলের শাপলা চত্বরে লংমার্চ শেষে আয়োজিত মহাসমাবেশে মওলানা আবু জুনায়েদ বাবুনগরী এ হরতাল ঘোষণা করেন।এছাড়া তিনি আরও ঘোষণা দেন, আগামী ১১ এপ্রিল সিলেট, ১২ এপ্রিল ব্রাক্ষণবাড়িয়া, ১৩ এপ্রিল ময়মনসিংহ, ১৮ এপ্রিল বরিশাল, ১৯ এপ্রিল ফরিদপুর, ২০ এপ্রিল খুলনা, ২৬ এপ্রিল চট্টগ্রাম, ২৯ এপ্রিল রাজশাহী ও ৩০ এপ্রিল বগুড়ায় শানে রেসালাত মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ৫ মে ঢাকা অবরোধ করবে হেফাজতে ইসলাম। আটক নেতাকর্মীদের শনিবার রাত ১০টার মধ্যে মুক্তিবিস্তারিত
হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দিঘীর পাড় এলাকা থেকে স্থানীয় সেক্টর কমান্ডার্স ফোরাম, ঘাতক দালাল নির্মূল কমিটিসহ হরতালের সমর্থনকারীরা শনিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভকারীরা জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা পুরান কাচারি সংলগ্ন পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডার্স ফোরামের ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ও জেলা মুক্তিযোদ্বা কমান্ডার হারুনুর রশীদ, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান বীর প্রতীক প্রমুখ। সভায় বক্তারা বলেন, ‘জামায়াতেরবিস্তারিত
৮ এপ্রিল হেফাজতের হরতাল
আগামী ৮ এপ্রিল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলাম। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সেক্টর কমান্ডারর্স ফোরামের বিক্ষোভ
মনিরুজ্জামান পলাশ : যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে সেক্টর কমান্ডারর্স ফোরাম। শনিবার দুপরে জেলা সদরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐ স্থানেই সংক্ষিপ্ত সমাবেশ করেছে। সমাবেশে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতীকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-আল-রশিদ, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, পৌর মেয়র হেলাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা এডঃ তফসিরুল ইসলাম প্রমুখ।
লংমার্চ সমর্থকদের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচি
প্রতিবেদক : বাস ও ট্রেন বন্ধ করে দেয়ায় ঢাকায় লংমার্চ অংশগ্রহন না করতে পারায় ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হাজার হাজার কর্মী সমর্থক শনিবার খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইল বিশ্বরোড খেলার মাঠে অবস্থান নিয়েছে। মাঠে তৈরী করা অস্থায়ী মঞ্চে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে হাজার হাজার হেফাজত কর্মী সমাবেশস্থলে পায়ে হেটে যোগ দেয়। সমাবেশে হেফাজতের বক্তারা বাস, ট্রেন ও নৌ-পথে সব ধরনের পরিবহন বন্ধ করে দেয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, সব কিছু বন্ধ করে লংমার্চ কর্মসূচিকে বানচাল করা যাবে না। মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে বক্তব্যবিস্তারিত
সরাইলে হেফাজতে ইসলামের অবস্থান ধর্মঘট
শামীম উন বাছির : হরতাল ও পরিবহন ধর্মঘটের কারণে লং মার্চে যেতে না পেরে সরাইল কুট্টাপাড়া মোড় খেলার মাঠে অবস্হান ধর্মঘট পালন করেছে জেলা হেফাজতে ইসলাম। শনিবার সকাল থেকেই হেফাজতে ইসলামের কর্মীরা জেলার বিভিন্ন স্হান থেকে মিছিল আকারে আসা শুরু করেছে। এ রিপোট লেখা পযন্ত দলে দলে লোকজন আসছে। ধর্মঘট চলাচালে বক্তব্য রাখছেন ইসলামীয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী মুবারকুল্লাহ্ ও বিভিন্ন মাদ্রাসার ইমামরা। সরাইল থানার ভারপ্রপ্তা কর্মকর্তা (ওসি) জানান, হেফাজতে ইসলামের কোনো কর্মসূচিতে বাধা দেয়নি পুলিশ। তারা শান্তিপূণভাবে সমাবেশ করছে।