Main Menu

সরাইলে চার জেলার হেফাজতে ইসলামের মহা সমাবেশ

+100%-

সরাইল প্রতিনিধিঃ হেফাজতে ইসলামের ডাকা ঢাকার লংমার্চে অংশ গ্রহনের জন্য গত শুক্রবার রাত পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ নেতা কর্মীরা সরাইলের বিশ্বরোড মোড়ে অবস্থান নেয়। সারা রাত অবস্থান শেষে গতকাল শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কুট্রাপাড়া খেলার মাঠে তারা মহা সমাবেশে মিলিত হয়। এ সমাবেশে হবিগঞ্জ, নরসিংদী, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ সহস্রাধিক লোক অংশ গ্রহন করে। আয়োজন করা হয় দুপুরের খাবারের। গতকাল সকাল ৮টা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে হেফাজতে ইসলামের লোকজন জমায়েত হতে থাকে মহাসড়কের পাশের ওই মাঠে। বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে লোক সমাগম। এক সময় মহা সমাবেশে রুপ নেয়। প্রবীন আলেম মাওঃ মোহাম্মদ আলীর সভাপতিত্বে সকাল ১০টায় সমাবেশ শুরু হয়। বক্তব্য রাখেন,  মাওঃ আশেক এলাহী ইব্রাহিম, মাওঃ মনিরুজ্জামান সিরাজী, মুফতি মোবারক উল্লাহ, আল্লামা রহমত উল্লাহ, মুফতি সামছুল হক, মাওঃ বোরহান উদ্দিন কাসেমী, মাওঃ মেরাজুল হক কাসেমী, মাওঃ জয়নাল আবেদীন, মাওঃ আফজাল হোসেন, মাওঃ জাকারিয়া খান, হাফেজ ওবায়দুল্লাহ, মাওঃ বোরহান আল মতিন, মাওঃ আজিজুল্লাহ জালালী, মাওঃ সলিমুল্লাহ খাদেম, মাওঃ বেলায়েত উল্লাহ, মাওঃ মারুফ খান প্রমূখ। বক্তারা বলেন, জালেম সরকার কৌশলে আমাদেরকে ঢাকায় যেতে দেয়নি। অগ্রিম টাকা দিয়ে গাড়ি ভাড়া করেছিলাম। শুক্রবার সকাল থেকে গাড়ির লোকজন টাকা ফেরৎ দিয়ে ঢাকায় যাবে না বলে জানায়। অনেক চেষ্টা করেছি। টুপি, দাঁড়ি ও পাঞ্জাবী ওয়ালা লোক দেখেই গাড়ি দ্রুত চলে যায়। আমাদেরকে গাড়িতে উঠায় না। তাই আমরা এখানে সমাবেশ করছি। গাড়ি বন্ধ করে, রাস্তায় চেক পোষ্ট বসিয়ে আন্দোলন দমন করা যাবে না। নাস্তিক মুরতাদ ব্লগারদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। এ সরকার ইসলাম বিরুধী সরকার। মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি কারীদের সরকার সহায়তা করছেন। এ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বক্তারা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ও নাস্তিক বলেছেন। সড়কে গাড়ি নেই। সরকারি বন্ধের দিন একটি মহল হরতাল ডেকেছে। এটা হাসিনা সরকারের একটি ষড়যন্ত্র। ঈমানী শক্তির বলে আমরা বিশ্বরোডের এ সমাবেশে অংশ গ্রহন করতে পেরেছি। হেফাজতে ইসলামের ১৩ দফা দাবী না মানা পর্যন্ত তারা ঘরে ফিরে না যাওয়ার ঘোষনা দিয়েছেন। সরাইল উপজেলা জাতীয় পার্টীর পক্ষ থেকে আন্দোলনকারীদের পানি পান করিয়েছেন।






Shares