Main Menu

Wednesday, April 11th, 2012

 

আখাউড়ায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত : সভাপতি সমর্থকদের বিক্ষোভ: ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপ : অন্য গ্রুপের

মাসুক হৃদয় : আখাউড়া উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দেয়ার প্রতিবাদে গতকাল বুধবার সকালে আখাউড়ায় বিক্ষোভ মিছিল করেছে বিতর্কিত বিগত কমিটির সভাতির সমর্থকরা। পরে বিক্ষোভকারীরা রেলপথ অবরোধের চেষ্টা করে এবং মহানগর প্রভাতি ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করে।এদিকে কমিটি ভেঙ্গে দেয়ায় আনন্দ মিছিল করেছে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-আমিন খান, যুগ্ম-সম্পাদক জাহিদ ও সাংগঠনিক সম্পাদক মনিরের নেতৃত্বে ছাত্রলীগের বিপুল সংখ্যক সাধারণ কর্মী। তারা মটর স্ট্যান্ড এলাকা থেকে মিছিল নিয়ে উপজেলা জত্বর ঘুরে পুনরায় মটার স্ট্যান্ডে এসে পথসভা করে। সভায় নেতা-কর্মীরা জেলা ছাত্রলীগের সিদ্ধান্তকে অভিনন্দন জানান। জেলা ছাত্রলীগের একটি সূত্র জানায়, আখাউড়া উপজেলা ছাত্রলীগেরবিস্তারিত


আখাউড়ায় টাস্কফোর্সের অভিযান : রেলওয়ের জায়গা দখলমুক্ত

প্রতিনিধি : আখাউড়ায় আজ বুধবার সকালে উচ্ছেদ অভিযান চালিয়ে বাংলাদেশ রেলওয়ে বিভাগের ভূ-সম্পত্তি দখল মুক্ত করেছে ট্রাস্কফোর্স বাহিনী। রেলওয়ের ঢাকা অঞ্চলের এস্টেট অফিসার আহম্মেদুল হক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। আখাউড়া রেল কোয়ার্টারে অবৈধভাবে নির্মিত বেশ কয়েকটি পাকা দোকানঘর গুড়িয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে আখাউড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ এলাকাটি ঘিরে রাখে। রেলওয়ে এস্টেট অফিসার (ঢাকা)  আহম্মেদুল হক বলেন, আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে রেলের জায়গায় অবৈধভাবে নির্মিত সকল স্থাপনাই ভেঙ্গে ফেলা হবে।


বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করার অন্তিম ইচ্ছা – আই,সি,ইউ তে যাবার পূর্বে দিলারা হারুন

একদিকে চলছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিদেশী বন্ধুদের সন্মাননা, অপর দিকে এক বীরমুক্তিযোদ্ধা অর্থের অভাবে চিকিৎসা বিহীন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ নেত্রী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচারিণী, বীর মুক্তিযোদ্ধা দিলারা হারুন। বর্তমানে তিনি কেন্দ্রীয় শ্রমিক লীগের অন্যতম সহ সভাপতি। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে যে কয়জন নারী অংশগ্রহণ করেছে তাদের মধ্যে অন্যতম হল দিলারা হারুন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দিলারা হারুন। জেল জুলুম পুলিশের লাঠি চার্জ সব কিছুতেই তিনি পালন করেন অগ্রণী ভূমিকা। তৎকালীন সময়ে তিনি ছিলেন জেলা ভিত্তিক যে কোন আন্দোলনে প্রধানের ভূমিকায়। জেলা আন্দোলন, গ্যাস রক্ষা আন্দোলন দিলারা হারুনকে ছাড়া কল্পনা করাবিস্তারিত


নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর সংবাদদাতা ॥ বিদ্যুৎ ও জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের  প্রতিবাদে কেন্দ্রীয়  বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরে বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিএনপির কার্যালয় চত্বরে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওমরাও খানের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিএনপি সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হাসান ভুইয়া,আজিজুর রহমান চৌধুরী, নাছির চৌধুরী ,আমিরুল হোসেন চকদার,কে এম বসিরউদ্দিনবিস্তারিত


৩৭ বছর কাটলো গোসল ছাড়া

কৈলাস সিং। বয়স ৬৫ । শরীরের তীব্র গন্ধে কাছে ভিড়তে পারেন না কেউ! ১৯৭৪ সালে ২৮ বছর বয়সে বিয়ে করেছিলেন। একটি মাত্র পুত্রলাভের আশায় দীর্ঘ ৩৭ বছর যাবত গোসল করছেন না ভারতের পবিত্র শহর বারানসির অধিবাসী গুরু কৈলাস সিং। এই ব্যক্তি এক পুরোহিতের নির্দেশে ১৯৭৪ থেকে আজ পর্যন্ত গোসল করেননি। পাশাপাশি চুল-গোঁফ-দাঁড়ি না কাঁটায় তা জটলা পাকিয়ে গেছে। চুল প্রায় ৬ ফুট লম্বা। গুরু কৈলাস সিং জানান বিয়ের পর একাধারে ৭টি কন্যা সন্তান জন্ম নেওয়ার পর শতচেষ্টাতেও একটি পুত্র সন্তান না হওয়ায় শেষ পর্যন্ত তিনি পুরোহিতের দ্বারস্থ হন। সেই পুরোহিতেরবিস্তারিত


বৃটেনে এখন ২০হাজার গর্ভধারণকারী পুরুষ!

বৃটেনে এখন গর্ভধারণ করা পুরুষের সংখ্যা ২০ হাজার। আপাতদৃষ্টিতে মনে হয়, বৃটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস) এবার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিস্ময় মোকাবিলা করতে হচ্ছে। এনএইচএস সংগৃহীত জাতীয় পরিসংখ্যানের সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, ২০০৯ এবং ২০১০ সালের মধ্যে ইংল্যান্ডেই প্রায় ২০ হাজার পুরুষের ধাত্রী সেবা নেয়ার প্রয়োজন হয়েছে। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে, একই সময়ে ১৭ হাজার পুরুষকে গর্ভধারণ এবং তাদের শিশুর নিরাপত্তার জন্য ধাত্রী বিভাগের শরণাপন্ন হতে হয়েছে। আর আরও ৮০০০ সরাসরি প্রসূতি বিশেষজ্ঞের সেবা নিয়েছেন। তবে পানীয় জলের মাধ্যমে হঠাৎ করে ওয়েস্ট্রোজেন গ্রহণের ফলে হঠাৎ করে বৃটেনে পুরুষ গর্ভধারণকারীরবিস্তারিত


রেলমন্ত্রীর এপিএসের গাড়িতে টাকা,তদন্তে দুটি কমিটি

  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিবসহ (এপিএস) তিন ব্যক্তিকে সারা রাত আটক রেখে সকালে ছেড়ে দিয়েছে । সোমবার রাতে হঠাত্ করে বিজিবির সদর দপ্তরে একটি গাড়ি ঢুকে পড়ার চেষ্টা করলে সেটি আটক করা হয়। ওই গাড়িতে এই তিনজন ছিলেন। তবে ওই গাড়ির চালককে এখনো আটক রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনা তদন্তে দুটি কমিটি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, ঘটনা তদন্তে দুটি কমিটি হয়েছে। রেলওয়ের মহাপরিচালক (পূর্ব) জি এমবিস্তারিত


অনশন উঠে গেল হাসিনার আশ্বাসে

আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস পেয়ে ২৪ দিন পরে অনশন তুলে নিলেন ১১১টি ভারতীয় ছিটমহলের বাসিন্দারা। ডাবের জল ও ফলের রস খাইয়ে ছিটমহলবাসীদের অনশন ভাঙলেন শেখ হাসিনার দূত আওয়ামি লিগের সাংসদ ফরিদা আখতার। ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়ন ও অবিলম্বে ছিটমহল বিনিময়ের দাবিতে ১৮ মার্চ থেকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধারে পুঁটিমারি ছিটমহলে গণ-অনশনে বসেছিলেন ১১১টি ভারতীয় ছিটমহলের বাসিন্দারা। একই দাবিতে ভারতের কোচবিহারে ১২ মার্চ থেকে অনশনে বসেন ৫১টি বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা। বাংলাদেশে স্বয়ং প্রধানমন্ত্রী ছিটমহলবাসীদের কাছে দূত পাঠালেও, এখানে প্রশাসন তাঁদের দিকে ফিরেও তাকায়নি। বহু অনশনকারী অসুস্থ হয়ে পড়ার পরে বিভিন্ন নাগরিকবিস্তারিত