Main Menu

৩৭ বছর কাটলো গোসল ছাড়া

+100%-

কৈলাস সিং। বয়স ৬৫ । শরীরের তীব্র গন্ধে কাছে ভিড়তে পারেন না কেউ! ১৯৭৪ সালে ২৮ বছর বয়সে বিয়ে করেছিলেন। একটি মাত্র পুত্রলাভের আশায় দীর্ঘ ৩৭ বছর যাবত গোসল করছেন না ভারতের পবিত্র শহর বারানসির অধিবাসী গুরু কৈলাস সিং। এই ব্যক্তি এক পুরোহিতের নির্দেশে ১৯৭৪ থেকে আজ পর্যন্ত গোসল করেননি। পাশাপাশি চুল-গোঁফ-দাঁড়ি না কাঁটায় তা জটলা পাকিয়ে গেছে। চুল প্রায় ৬ ফুট লম্বা।
গুরু কৈলাস সিং জানান বিয়ের পর একাধারে ৭টি কন্যা সন্তান জন্ম নেওয়ার পর শতচেষ্টাতেও একটি পুত্র সন্তান না হওয়ায় শেষ পর্যন্ত তিনি পুরোহিতের দ্বারস্থ হন। সেই পুরোহিতের নির্দেশক্রমে তাঁর এই সাধনা! একটা পুত্র সন্তান পাওয়ার তীব্র বাসনায় গত ৩৭ বছরেও তাঁকে সিদ্বান্ত থেকে এক চুল টলাতে পারেনি কেউ। পুত্র লাভ না হওয়া পর্যন্ত এ ব্রত পালন করে যাবেন তিনি।
কৈলাস সিংয়ের দিনের বেশিরভাগ সময় কাটে গরুর যতœ নিয়ে, মাঠে কাজ করে। এ জন্য তাঁকে থাকতে হয় প্রায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে। শরীর মন পরিস্কার রাখতে প্রতিদিন তিনি অগ্নিস্নান করেন। নিয়ম করে গঞ্জিকা সেবন, শিব পূজা এবং আগুন জ্বেলে তাঁর চারপাশে নৃত্য করেন তিনি।






Shares