Main Menu

Monday, April 9th, 2012

 

লঙ্গন নদী এখন মরা খাল!

আক্তার হোসেন ভূইয়া, নাছিরনগর : নাসিরনগরের পাশ দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা লঙ্গন নদীর নাব্যতা হ্রাস,ও পর্যাপ্ত পানি না থাকায়  নদীটি এখন মরা খালে পরিনত হয়েছে। নদীতে বছরে ৩ মাসের বেশী পানি থাকে না। জেলের দলও আর চোখে পড়ে না। নদীর বুকে চাষ হচ্ছে বিভিন্ন জাতের ফসল।  শুষ্ক মৌসুমে নদীতে সামান্য পানি থাকে । কোথাও পানি শূন্য। ফান্দাউক থেকে উৎপন্ন হয়ে খাগালিয়ার মেঘনার সাথে একত্রিত হয়ে ভৈরব-আশুগঞ্জের সাথে মিশেছে। এক সময় লঙ্গণ নদীতে লঞ্চ,স্টিমার চলাচল করতো।  এই অঞ্চলের ধান,পাট ও অন্যান্য কৃষিপণ্য এ নদী দিয়েই পরিবহন করা  হতো। কিন্তুবিস্তারিত


আশুগঞ্জে খেলা নিয়ে দু‘দলের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত ॥ ঘর-বাড়ী ভাংচুর

প্রতিনিধি ॥  আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সোমবার দু‘দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার এক সহকারী দারোগাসহ উভয় পরে অর্ধশত লোক আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় বিভিন্ন কিনিক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরত্বর আহত ১০ জনের অবস্থা আশংকাজনক।এ সময় সংঘর্ষে ৮/১০টি বসত ঘর ভাংচূর করে। পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার বিকালে সার কারখানার মাঠে ক্রিকেট খেলা নিয়ে কেচকি বাড়ীর শামীমের সাথে খাঁ বাড়ীর শরীফের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এই বিষয়টি নিস্পত্তির জন্য  সোমবার সকালে এই দুই বাড়ীর লোকজনদের মধ্যে সালিশ বৈঠকবিস্তারিত


বিজয়নগরে ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত

প্রতিনিধি ॥ সোমবার বিকেলে বিজয়নগর উপজেলার বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে।কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে কয়েক শত গাছপালাও নষ্ট হয়েছে । জানা যায় ,সোমবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে ঝড় প্রায় আধাঘন্টা স্থায়ী এ ঝড়ে উপজেলা বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি ও প্রতিষ্ঠান বিধ্বস্ত হয় এবং  ঘর ও দোকান উড়ে যায়। ঝড়ে বুল্লা উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের টিনের চাল উড়ে গেছে ।উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। সন্ধ্যায় বিজয়নগর উপজেলা নির্বাহী কমকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  ক্ষতি নিরূপণের জন্য ক্ষতিগ্রস্ত এলাকাবিস্তারিত


একজন কলেজ পড়ুয়া ছাত্রের প্রধান মন্ত্রীর কাছে চাওয়া।

আমার বাস্তব অভিজ্ঞতা। আমি একজন মাষ্টার্স পড়ুয়া ছাত্র। আমি ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছি। বিশ্ববিদ্যালয়ে ক্লাশ করতে প্রতি বৃহষ্পতিবার ঢাকায় আসি আবার পরদিন ঢাকা ত্যাগ করি। বৃহষ্পতিবার সন্ধায় এসেই পরদিন অর্থাৎ শুক্রবারের টিকেট কাটার জন্য লাইনে গিয়ে দাঁড়িয়ে আমার শারীরিক প্রতিবন্ধি এর আইডি কার্ডটি দেখিয়ে বলি আংকেল আমাকে একটি টিকেট দেন। উনি আমাকে উত্তর দেন লাইনে যান। আমি বলি, আমি তো লাইনেই আছি, তাছাড়া আমাদের জন্য আলাদা লাইন এবং টিকেট বরাদ্দ থাকে, এটি সরকারী আদেশ। উনি বলেন, কোন সরকারী আদেশ নাই, টিকেট নাই যান। আমি তারপরও অনেকবার বলি, কিন্তু তিনিবিস্তারিত


তবে কি জয় হবে স্যুট-টাই পড়া সেই বাবুদের !

  বিশেষ প্রতিবেদকঃ গত রবিবার প্রথম আলোসহ চারটি দৈনিক পত্রিকার পত্রিকার সম্পাদক, প্রকাশক, প্রতিবেদকসহ ১৩ জনের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা পর থেকে ডেসটিনি স্যুট টাই পড়া বাবুদের সাহস যেন রেড়েছে। ইতিমধ্যে কিছু কিছু অফিস খোলার নির্দেশ দিয়েছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডেসটিনি কর্মকর্তা বলেন,‘আমাদের অফিস সময় এখন ১ ঘন্টা বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের সকল সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম আপাতত বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। তবে মামলা করাতে আমাদের ডিট্রিবিউটারদের আশার আলো সঞ্চার হয়েছে। ফিরে আসছে চাঙ্গা ভাব. . . .বিস্তারিত


বিজয়নগরে দুই গ্রামের বিরোধ মিটেনি, ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ

মাসুক হৃদয় : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক স্কুলছাত্রীকে উত্যক্তের ঘটনা নিয়ে সাতগাঁও ও খাদুরাইল গ্রামের মধ্যে সৃষ্ট বিরোধ গত পাঁচ দিনেও মিটেনি। ফলে ওই ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ রয়েছে দৈনন্দিন বাজার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের অলি মিয়ার মেয়ে পার্শ্ববর্তী চান্দুরা ইউনিয়নের দাউদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। একই এলাকার সাতগাঁও গ্রামের লোকমান মিয়ার ছেলে হুমায়ুন স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই তাকে উত্যক্ত করত। গত ৩ এপ্রিল বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে হুমায়ুন তাকে বিয়ের প্র¯—াব দেয়। প্র¯—াবে রাজি না হলেবিস্তারিত


জসিম উদ্দিনের হাসির গল্প। জ়ামাই সিরিজ।

একগ্রামে এক জামাই ছিল। সে চুপ চাপ টাইপের লোক। আজাইরা হাসি ঠাট্টা পছন্দ করতো না। কিন্তু তার শশুর সাহেব এতে অনেক নারাজ। সব জামাই শশুর বাড়িতে এসে শালা শালীদের সাথে ইয়ার্কি ফাজলামী করে, এই বেচারা চুপ করে থাকে,কেউ ফাইজলামী করতে এলে চোখ পাকিয়ে তাকায়। কি করা, শশুর সাহেব জামাইএর বাবার কাছে গিয়ে সব বললো। দুই বিয়াই এর মধ্যে অনেক দোস্তি ছিল। বাবাতো শুনেই ফায়ার। ছেলেকে ধরে ঝারি লাগালো, “তোর শশুর সাহেব বললো, তুই নাকি ওদের বাড়িতে গিয়ে বেকুবের মত চুপ করে থাকিস? এইরকম করলে লোকে নিন্দা করে, আর যদি চুপচাপবিস্তারিত


বাধ্য হয়ে আপনার শরণাপন্ন হয়েছি

মন্টু ও চিকিৎসকের মধ্যে কথা হচ্ছে—মন্টু: স্যার, আমি বাসার চাবি গিলে ফেলেছি।ডাক্তার: বলেন কী! কখন এ ঘটনা ঘটালেন?মন্টু: তা প্রায় মাস দুয়েক হবে।ডাক্তার: এত দিন আসেননি কেন? মন্টু: স্যার, তখন একটি নকল চাবি বানিয়ে নিয়েছিলাম। আজকে সেটাও হারিয়ে গেছে, তাই বাধ্য হয়ে আপনার শরণাপন্ন হয়েছি।


আমার আর তমার বিয়ে হয়ে গেছে

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—প্রথম বন্ধু: জানিস, আমার আর তমার বিয়ে হয়ে গেছে।দ্বিতীয় বন্ধু: তাই নাকি রে! আগে তো বলিসনি। এত দিন প্রেম করলি। তা কবে তোদের বিয়ে হলো?প্রথম বন্ধু: আমার বিয়েটা হয়েছে এ মাসের ১৬ তারিখ। আর তমার ২৫ তারিখ।


স্বাক্ষর নকল

সঞ্জু তার চেকবই হারিয়ে হন্তদন্ত হয়ে ব্যাংকের ম্যানেজারের কাছে গেছে—ম্যানেজার: আপনি একটু সচেতন থাকবেন না! এখন কেউ যদি আপনার স্বাক্ষর নকল করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়, তখন কী করবেন?সঞ্জু: অন্যজন কীভাবে আমার স্বাক্ষর নকল করবে? আমি কি বোকা নাকি! ম্যানেজার: কেন?সঞ্জু: আরে আমি তো চেকবইয়ের সব পৃষ্ঠাতেই স্বাক্ষর করে রেখেছি। অন্য কারও স্বাক্ষর নকল করার আর কোনো সুযোগই নেই।