Main Menu

একজন কলেজ পড়ুয়া ছাত্রের প্রধান মন্ত্রীর কাছে চাওয়া।

+100%-

আমার বাস্তব অভিজ্ঞতা। আমি একজন মাষ্টার্স পড়ুয়া ছাত্র। আমি ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছি। বিশ্ববিদ্যালয়ে ক্লাশ করতে প্রতি বৃহষ্পতিবার ঢাকায় আসি আবার পরদিন ঢাকা ত্যাগ করি। বৃহষ্পতিবার সন্ধায় এসেই পরদিন অর্থাৎ শুক্রবারের টিকেট কাটার জন্য লাইনে গিয়ে দাঁড়িয়ে আমার শারীরিক প্রতিবন্ধি এর আইডি কার্ডটি দেখিয়ে বলি আংকেল আমাকে একটি টিকেট দেন। উনি আমাকে উত্তর দেন লাইনে যান। আমি বলি, আমি তো লাইনেই আছি, তাছাড়া আমাদের জন্য আলাদা লাইন এবং টিকেট বরাদ্দ থাকে, এটি সরকারী আদেশ। উনি বলেন, কোন সরকারী আদেশ নাই, টিকেট নাই যান। আমি তারপরও অনেকবার বলি, কিন্তু তিনি কিছুতেই বুঝতে চান না। তারপর তিনি আমার আইডি কার্ডটি ছুঁড়ে ফেলে দিয়ে বলেন, আপনার সরকারকে আইসা বলেন টিকেট দিতে। আমি আমার লেখার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী কাছে জানতে চাই, কেন আমাদের এই অবমূল্যায়ন? আমরা কি অন্যদের মত যোগ্য নই? তবে কেন এই লাঞ্চনার জীবন? সরকারী চাকুরী ক্ষেত্রে ১০% কোটা বরাদ্দ সেখানেও সেই একই চিত্র। আমরা কেন এত অবহেলিত? কেন? কেন? কেন? এর প্রতিকার চাই।

সূত্রঃhttp://www.brahmanbariablog.com/







Shares