যে ছবি ব্রাহ্মণবাড়িয়ায় খুবই জনপ্রিয়




পুলিশ সুপার স্যারের ফেসবুকে হাজার হাজার মানুষ ছবিটি পোষ্ট করছে। খোঁজ নিয়ে জানা যায় যে, ছবিটি ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক, সমাজ সংগঠক “তারেক আজিজের” তোলা। ছবিটির ব্যপারে তারেক আজিজ বলেন, যতটুকু মনে আছে ছবিটি একটি সামাজিক সংগঠনের অনুষ্ঠানে তোলা। তখন স্যারকে একটু অনুরোধ করেছিলাম স্যার একটু দাড়ান শুধু একটা ছবি তুলব, কিন্তু ঐ সময় প্রায় ৮-১০টা ছবি তুলেছিলাম। প্রিয় স্যারকে ম্যাসেঞ্জারে এই ছবিটা দিয়েছিলাম। পরে দেখলাম স্যার ছবিটি প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করেছে। কিন্তু ছবিটি যে এতটা জনপ্রিয় হবে সেটা আমি বুজতে পারি নি। ধন্যবাদ জানাচ্ছি প্রাণপ্রিয় স্যারকে ঐ ছবিটি তুলার সময় দেওয়ার জন্য।
« অনিয়ম দুর্নীতির অভিযোগে নবীনগর পৌরসভার মেয়র সাময়িক ভাবে বরখাস্ত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) চিরদিনের জন্য বিদায় জানান এলার্জিকে! একদম বিনা পয়সায়! »