Main Menu

যত পারো লোক মারো, তিন দলে ভাগ হয়ে টার্গেট ছিল জঙ্গিদের

+100%-

parisতিনটে দলে ভাগ হয়ে প্যারিসে হামলা চালিয়েছিল আইএস জঙ্গিরা। প্রাথমিক তদন্তের পর এমন তথ্যই এসেছে তদন্তকারীদের হাতে। শুক্রবারের হামলায় এখনও পর্যন্ত ১২৯ জনের মৃত্যু হয়েছে। আহত ৩৫২।

প্যারিসের চিফ প্রসিকিউটর ফ্র্যাঁকোয়েস মোলিঁ জানাচ্ছেন, এখনও পর্যন্ত এক জন হামলাকারীর পরিচয় জানা গেছে। ওমর নামে ওই নিহত জঙ্গি প্যারিসেরই বাসিন্দা। বাকি হামলাকারীরা কোথা থেকে এসেছিল তার তদন্ত চলছে। পুলিশ সূত্রে খবর, মৃত এক জঙ্গির দেহের পাশ থেকে একটি সিরিয়ার পাসপোর্ট উদ্ধার হয়েছে। গ্রিস থেকে গত অক্টোবরে সে শরণার্থী হিসেবে প্যারিসে ঢুকেছিল বলে জানা যাচ্ছে।

মোঁলি জানাচ্ছেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে একটা জিনিস পরিষ্কার, যত পারো খুন করো- এটাই ছিল এই জঙ্গি হামলার লক্ষ্য। ঠান্ডা মাথায় গোটা অপারেশনটা চালিয়েছে ওই তিন দল। প্রত্যেকের হাতে ছিল স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। কোমরে ছিল বিস্ফোরক বাঁধা বেল্ট। সাত জন জঙ্গির মৃত্যু হয়েছে শুক্রবারের ঘটনায়। এর মধ্যে ছ’জনের মৃত্যু হয়েছে আত্মঘাতী বিস্ফোরণে। অন্য জন মারা গেছে পুলিশের গুলিতে।






Shares