Main Menu

ত্রিপুরায় ট্রাক থেকে আটক ফেন্সিডিল

+100%-

ডেস্ক ২৪ :  রাজ্যজুড়ে ফেন্সিডিল এবং কোরেক্স-এর রমরমা অবৈধ ব্যবসা জাঁকিয়ে বসেছে। একই সাথে চলছে অবৈধভাবে ভেজাল বিলেতী মদের ব্যবসাও। কিছুদিন পর পর পুলিশ কর্তাদের বিশেষ সোর্সের মাধ্যমে ফেন্সিডিল, কোরেক্স এবং ভেজাল বিলেতী মদ পুলিশ জাতীয় সড়ক ধরে পাচারের কোন খামতি নেই। ২ ডিসেম্বর তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক এবং মহকুমা আবগারী দপ্তরের অফিসারদের নেতৃত্বে থানার পুলিশ বিস্কুট, চিপস বোঝাই ট্রাক আটক করে আড়াই লক্ষ টাকার উপর ভেজাল বিলেতী মদ অবৈধভাবে পাচারের সময় আটক করার সাতদিনের মধ্যেই আজ আবার একটি ট্রাক আটক করে আড়াইশ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এই সংবাদ দিয়ে পুলিশ জানায়, বেলা বারটা নাগাদ গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানার ওসি অশেষ দেববর্মা এবং এস আই রথীন্দ্র দেববর্মার নেতৃত্বে পুলিশ আগরতলাগামী একটি কাপড় বোঝাই ট্রাক আটক করে। পরে খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক চন্দন সাহা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি তল্লাসী চালিয়ে ট্রাকের কেবিন থেকে আড়াইশ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এই উদ্ধার করা ফেন্সিডিলের খোলাবাজার মূল্য আনুমানিক মূল্য বত্রিশ হাজার টাকার উপর। পুলিশ জানায়, ট্রাকটি কলকাতা থেকে রাজ্যে আসছিল। চালক মলকিত সিং জানায়, মনু থেকে জনৈক ব্যক্তি এই ফেন্সিডিলগুলি গাড়িতে তুলে। আবাসায় এসে ওই ব্যক্তির কোন হদিশ পাওয়া যায়নি। তবে পুলিশ চালক সহ ট্রাকটি আটক করেছে। সুত্র:- দৈনিক সংবাদ, ত্রিপুরা






Shares