Main Menu

প্রবাসে জিম্মি করে বাংলাদেশে টাকা আদায় ॥ গ্রেপ্তার-১

+100%-
ডেস্ক ২৪ প্রবাসী বাংলাদেশীদের জিম্মি করে স্বজনদের কাছ থেকে টাকা আদায়ের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় হরিদাস চন্দ্র দাস-(২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। তিনি নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার পুরিন্দা গ্রামের অবনী চন্দ্র দাসের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে র‌্যাব ও জেলা গোয়েন্দা পুলিশ। হরিদাসকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, একটি চক্র ইরান, তুরস্ক, দুুবাই, আবুধাবিতে কর্মরতদের বাংলাদেশীদেরকে জিম্মি করে বাংলাদেশে অবস্থানরত তাদের স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। টাকা না দিলেই প্রবাসীদের উপর নির্যাতন নেমে আসে। র‌্যাব-৯- এর ভৈরব ক্যাম্প ও ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, হরিদাস ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে সোহেল মিয়া নামক এক প্রবাসীকে আটক করে মুক্তিপণ দাবি করে। গত ১৭ মে হরিদাস এস.এ পরিবহন থেকে ১ লাখ ৭০ হাজার টাকা নিতে ব্রাহ্মণবাড়িয়া আসে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হরিদাস নিজেকে সংঘবদ্ধ অপহরনকারী চক্রের সদস্য বলে স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, এই চক্রের বিদেশী প্রতিনিধি হিসেবে ইরান ও তুরস্কে আছে নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাঘবাড়ি গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে মোঃ আলতাফ হোসেন-(২৪) ও ঢাকার মোহাম্মদপুরের রাজ-(২৫)। এছাড়া দেশে কাজ করছে ঢাকার মোহাম্মদপুরের বাবুল মিয়া-(২৫) ও কামারপাড়ার ফারুক, মান্নান, মঞ্জু। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দিদারুল ইসলাম বলেন, একটি বিশাল চক্র প্রবাসী বাংলাদেশীদের জিম্মি করে স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হরিদাস অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।





Shares