সাবেক কৃষি প্রতিমন্ত্রী কায়সার গ্রেফতার
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এরশাদ সরকারের সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারকে হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করা হয়েছে। গঠিত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমম্ময়ক আব্দুল হান্নান খানের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এ্যাপোলো হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান। ওসি জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। সন্ধ্যায় এ্যাপোলো হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সেখানে পুলিশ প্রহরা বসানো হয়েছে। অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় তাকে হাসপাতালে গ্রেফতার দেখানো হয়েছে। উল্লেখ্য, ১৯৭১ সালে যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে মহাজোট সরকার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের মুখোমুখি করছে। ইতিমধ্যে জামায়াত ও বিএনপি কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করে বিচার শুরু করা হয়েছে। এরমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে রায়ও দেওয়া হয়েছে। |