গুরুতর অসুস্থ রুগির ছবি দেখিয়ে প্রতারণা: গ্রেফতার ০৬
ডেস্ক টোয়েন্টি ফোর : প্রতারণামূলকভাবে বাক্সের মধ্যে গুরুতর অসুস্থ রোগীর ছবি লাগিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে মূলহোতাসহ ৬ ছাত্রকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো, প্রতারক চক্রের মূলহোতা শামসুল আরেফিন রানা (২৪), ইব্রাহীম খলিল ফয়সাল (১৮), মো. খোরশেদ কামাল উজ্জ্বল (১৯) ও মো. রেজওয়ান হোসেন (১৮)। তাদেরকে সোমবার বিকেল ৩টার দিকে রাজধানীর বসুন্ধরা শপিং মলের সামনে থেকে, রূপসী বাংলা হোটেল মোড় ও বাংলামোটর মোড় থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮টি টাকা উত্তোলনের বাক্সও উদ্ধার করা হয়েছে। ডিবি’র লালবাগ বিভাগের এসি মো. হাসান মোস্তফা স্বপন জানান, গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যরা দীর্ঘ দিনযাবত বিভিন্ন গুরুতর অসুস্থ রোগীর ছবি বাক্সের চারদিকে লাগিয়ে সাধারণ মানুষকে আবেগতাড়িত করে সাহায্যের নামে টাকা উত্তোলন করে আসছে। ওই উত্তোলনকৃত টাকা নিজেরা আত্মসাৎ করে আসছিলো। এ চক্রের মূলহোতা শামসুল আরেফিন রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা রাজধানীর ১৯টি পয়েন্টে এরকম একাধিক দল প্রতারণামূলকভাবে টাকা উত্তোলন করে আসছে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ডে আনা হবে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। |