LIVE: ৪ বছর ৩ মাস ১৪ দিন সাজার পর জেল থেকে মুক্ত সঞ্জয় দত্ত
পুণে ও মুম্বই: জেল থেকে মুক্ত সঞ্জয় দত্ত। ৪ বছর ৩ মাস ১৪ দিন সাজার পর মুক্তি মুন্না ভাইয়ের। পুণের ইয়েরওয়াদা জেল থেকে মুক্ত হয়ে চাটার্ড বিমানে করে গেলেন মুম্বই। স্ত্রী মান্যতা এবং পরিচালক রাজকুমার হিরানি সঞ্জয়কে জেল থেকে নিতে এসেছিলেন। মুম্বইয়ে পৌঁছে সঞ্জয় যাবেন সিদ্ধিবিনায়ক মন্দিরে। সিদ্ধিবিনায়ক মন্দির থেকে যাবেন মায়ের সমাধিস্থলে। তারপর সেখান থেকে পালি হিলসে যাবেন নিজের বাড়িতে।
মুম্বই বিস্ফোরণ মামলায় অস্ত্র আইনে দোষী সাব্যস্ত সঞ্জয় ৪ বছর ৩ মাস ১৪ দিন পরে জেল থেকে মুক্তি পেলেন।
১৯৯৩ সালের ১২ মার্চ পরপর ১৩টি বিস্ফোরণে কেঁপে ওঠে বাণিজ্যনগরী মুম্বই৷ ১৯ এপ্রিল বেআইনিভাবে নাইন এমএম পিস্তল ও একে-ফিফটি সিক্স রাইফেল রাখার অপরাধে টাডা আইনে গ্রেফতার হন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত৷ ২০০৬-এ সঞ্জয় দত্তকে ৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় টাডা আদালত৷ ২০০৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পান। ২০১৩ সালে সঞ্জয় দত্তর কারাদণ্ডের মেয়াদ ৬ বছর থেকে কমিয়ে ৫ বছর করে সুপ্রিম কোর্ট৷ ওই বছরেরই ১০ মে সাজা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে সঞ্জয় দত্তকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। ২০১৩-র ১৬ মে টাডা কোর্টে আত্মসমর্পণ করেন সঞ্জয় দত্ত৷ বার বার তাঁর প্যারোলে মুক্তি পাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শেষপর্যন্ত সংশোধনাগারে ভাল আচরণের জন্য সঞ্জয়কে মুক্তি দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেয় মহারাষ্ট্র সরকার।