ঢাকায় হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির নাটক “পাদটিকা”
ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্যদলের নাটক ”পাদটিকা” বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মঞ্চে শনিবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। পিপলস থিয়েটার এসোসিয়েশন আয়োজিত ২৭তম জাতীয় যুব নাট্য উৎসবে অংশগ্রহণ করবে।
সংস্কৃতি মন্ত্রণালয় ও জাতীয় শিল্পকলা একাডেমির সহযোগিতায় ২৩এপ্রিল থেকে আগামী ৩০শে এপ্রিল ২০১৬ ৮দিনব্যাপী এই নাট্য উৎসব চলবে। ৮দিনব্যাপী নাট্য উৎসব জাতীয় শিল্পকলা একাডেমির ৩টি মঞ্চে মঞ্চায়িত হবে। আজ উদ্বোধনী দিনে প্রথমেই “পাদটিকা” নাটকটি মঞ্চায়ন হবে।
নাটকের মূল ভাবনা সৈয়দ মুজতবা আলী, নাট্যরূপ প্রশান্ত হালদার ও নির্দেশক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের যুগ্ম মহাসচিব চন্দন রেজা। “পাদটিকা” নাটকটিতে অভিনয় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সংগঠনের নাট্যকর্মীবৃন্দ। এই নাটকে সার্বিক সহযোগিতা করেছেন আবরনি নাট্য ও আবৃত্তি পরিচালক নির্জয় হাসান সোহেল।
ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল নাগরিকবৃন্দসহ সকলকে দেখার আমন্ত্রণ জানিয়েছেন নির্দেশক চন্দন রেজা।প্রেস রিলিজ