Main Menu

পৃথিবীর সবচেয়ে বেশী মসজিদ আছে কোন দেশে? জানলে অবাক হয়ে যাবেন!

+100%-

56750-mosquecvr

ওয়েব ডেস্ক: সাধারণভাবে, ইসলাম ধর্মের উপাসনা গৃহই হল মসজিদ। আর সারা বিশ্বের মধ্যে ভারতেই সবচেয়ে বেশী সংখ্যক মসজিদ রয়েছে। সংখ্যাটা হল ৩০ হাজারের চেয়েও বেশী।

ভারতের বেশ কিছু ঐতিহাসিক মসজিদ দেখে নিন এক নজরে-

আদিনা মসজিদ- ১৩৬৩ সালে তৈরী। পশ্চিম বঙ্গের মালদা জেলার ইংলিশ বাজারে অবস্থিত। সুলতান সিকান্দর শাহ তৈরী করেছিলেন।

cheramanmosque

টিপু সুলতান মসজিদ- কলকাতায় অবস্থিত সুপ্রাচীন এই মসজিদ ১৮৩২ সালে তৈরী হয়।

tipusultan

tipusultan

জামা মসজিদ- ১৮০২ সালে স্থাপিত মুম্বাইয়ে অবস্থিত।
jamamasjid

মতি মসজিদ- দিল্লিতে অবস্থিত ১৬৬০ খ্রীষ্টাব্দে স্থাপিত।
motimasjid

এছাড়া ভারতে এবং সারা পৃথিবীতে আরও অনেক বিখ্যাত ঐতিহাসিক মসজিদ রয়েছে।






Shares