সৌদি আরবে বাংলাদেশি শ্রমিক ছাড়া ও বিদেশি শ্রমিকরা আবার নয়া সংকটে। বাঙ্গঁলীদের বেহালদষা।



লাল, হলুদ ক্যাটাগরির কোম্পানি থেকে বিদেশি শ্রমিকরা সবুজ ক্যাটাগরির কোম্পানিতে যোগ দেওয়ার জন্য আকামা ( কাজের অনুমতিপত্র) পরিবর্তনে নতুন করে ৪ শর্ত আরোপ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। এর ফলে লাল ও হলুদ ক্যাটাগরির কোম্পানিগুলো থেকে সবুজ ক্যাটাগরির কোম্পানিতে যাওয়ার জন্য বাংলাদেশিসহ বিদেশি-শ্রমিকদের সূযোগ বাধাগ্রস্ত হল।নিতাকাত বা সউদাইজেশন ( সৌদিকরণ) কর্মসূচির অংশ হিসেবে নতুন এই শর্ত আরোপ করা হল বলে জানিয়েছেন শ্রম-মন্ত্রণালয়ের সংশিষ্ট সূত্র। বাংলা নিউজ। গতকাল শনিবার আরব নিউজ জানায়: |
« রিয়াদের বাথা,হারা বিদেশে এক টুকরো বাংলাদেশ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) দ্বিতীয় দিনে বিএনপি’র সকাল-সন্ধ্যা হরতাল চলছে »