জানা-অজানা কিছু মজার তথ্য
০১. আপনার জানা আছে কি? মোবাইল ফোন চার্জ করার সময় Airplane mode বা Flight mode সেটিং করে দিলে তিন গুন কম সময়ে চার্জ হবে।
.
০২. আপনি জানেন কি, পৃথিবীতে বেশির ভাগ মানুষের রক্তের গ্রুপO+ এবং সবচেয়ে কম মানুষের রক্তের গ্রুপ AB-
.
০৩.’হিরোইন’ নামক নেশার দ্রব্যটি শুরুতে সর্দির ওষুধ হিসেবে ব্যবহৃত হতো।
.
০৪. 1800 খ্রীষ্টাব্দ পর্যন্ত মানব সভ্যতা ক্যামেরায় যতো ছবি তুলেছে , আমরা এখন বিশ্ব জুড়ে প্রতি দুই মিনিটে তার চেয়ে বেশি ছবি তুলছি।
.
০৫.পুরুষ এবং মহিলা উভয়েই সুন্দর দেহের চাইতে সুন্দর মুখের অধিকারীকে জীবন সঙ্গী হিসেবে বেশি পছন্দ করে।
.
০৬. প্রতি সেকেন্ডে আমাদের চোখ প্রায় 40 টি স্থির চিত্র মস্তিষ্কে প্রেরণ করে।
.
০৭.ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৭ হাজার রোগীর মৃত্যু হয়।
.
০৮. যে বন্ধুত্ব ৭ বছর পার করেও টিকে থাকে, তা সারাজীবন টিকে থাকার সম্ভাবনা আছে।
.
০৯. মানুষ সত্যি কথা বলার সময় হাত নারিয়ে কথা বলে, মিথ্যা বলার সময় হাতগুলি লক্ষণীয় ভাবে স্থির থাকে।
.
১১. কোনো নতুন অভ্যাস তৈরী হতে মানুষের সময় লাগে মাত্র ২১ দিন।
.
১২. মেয়েরা অন্য মানুষের মুখ মনে রাখতে বেশি পারদর্শী, বিশেষ করে অন্য মেয়েদের মুখ।
.
১৩. পরপর মোট 480 টি কলা খেলে, সে ব্যক্তি পটাশিয়ামের ওভার ডোজের কারণে মারা যাবে।
.
১৪. Google প্রতি সেকেন্ডে.প্রায়929+ ডলার আয় করছে বাংলাদেশী মুদ্রায় প্রায় 72,740+ টাকা প্রতি সেকেন্ডে।
.
১৫. মঙ্গল গ্রহকে লাল দেখায়,কারণ এর.মাটি লোহার অক্সাইড (Fe2O3) দিয়ে তৈরি।
.
১৬. একমাত্র ভারতবর্ষ একটি দেশ, যার সংবিধানে মানুষের জন্য গরুকে নিয়ে আইন আছে।