Main Menu

নবীনগরে সাংসদের নির্দেশে বখাটে শিমুল গ্রেফতার

+100%-

eveteasingআমিনুল ইসলাম, প্রতিনিধি :: নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী নুসরাত জাহান (ইসা) প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে তিন বখাটে কর্তৃক লাঞ্চনার ঘটনায় স্থানীয় সাংসদের নির্দেশে থানা পুলিশের চাপে পরিবারের লোকজন আজ রাত ১০ টায় ওই বখাটে শিমুলকে থানা পুলিশের নিকট সোপর্দ করেছে । এ ঘটনায় ছাত্রীর পিতা সিজিল মিয়া বাদী হয়ে আসামী শিমুল মিয়াসহ ০৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২৭।

বখাটে শিমুল নবীনগর পূর্ব পাড়ার শিশু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে এ ধরনের বহু অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানান।
এ নিন্দনীয় ঘটনায় ফুঁসে উঠে এলাকাবাসী। ঘটনার প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে গতকাল শনিবার সন্ধ্যায় আলীয়াবাদ কাঁচাবাজারে চারগ্রামবাসীর উদ্যোগে নবীনগর পৌরসভার মেয়র মাইনুউদ্দিনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দমনে আমাদের করনিয় নামে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবংওই ছাত্রীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে

আগামী ২৮ এপ্রিল সকাল ১০টায় নবীনগর সদরে মানববন্ধন পালনের কর্মসূচি ঘোষনা করা হয়।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী প্রাইভেট পড়ে বাড়িতে আসার সময় নবীনগর কালীবাড়ি মোড়ে এলে নবীনগর পূর্বপাড়ার শিশু মিয়ার বখাটে ছেলে শিমুল সহ আরো কয়েকজন বখাটে ওই ছাত্রীকে কুপ্রস্তাব ও টিটকারি দিলে মেয়েটি এর প্রতিবাদ করায় ওই ছাত্রীকে বখাটে শিমুল ও তার সহযোগিরা রিকসা থেকে চুলের মুঠিধরে নামিয়ে কিল ঘুসি, লাথি, চুলের মুঠি ধরে টানাখেচরা ও মারধর করে ছাত্রীটিকে গুরুতর আহত করে। ছাত্রীটির আত্বচিৎকার শুনে আশপাশের লোকজন ছাত্রীটিকে উদ্ধার করে। পরে সংবাদ পেয়ে মেয়টির বাবা মা ঘটনাস্থল থেকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় তাকে নবীনগর সরকারী হাসপাতালে ভর্তি করেন।






Shares