Main Menu

নবীনগরে মুক্তিযোদ্ধা ও মেধাবীদের শিক্ষার্থীদের সংবর্ধনা

+100%-

নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি সেলিম রেজা ভুঁইয়া কল্যান তহবিল ও বড়িকান্দি ভুঁইয়াবাড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশের যৌথ উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় বড়িকান্দি লঞ্চঘাট সংলগ্ন মাঠে ২৭ জন বীরমুক্তিযোদ্ধাসহ ১৭০ জন মেধাবীদের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

বিশিষ্ট ব্যাংকার জামাল হোসেন ভুঁইয়া সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মোজ্জামেল হক। বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মনিরুজ্জামান, সলিমগঞ্জ কলেজের উপাধাক্ষ গোলাম মাওলা খান দিপু, শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার বেগম, নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন, সলিমগঞ্জ কলেজের সহকারী প্রভাষক বশিরুজ্জাম, সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আলী, সেলিম রেজা ভুঁইয়া কল্যান তহবিলের চেয়ারম্যান মোহাম্মদ রাসেল ভুঁইয়া রিমন, মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথ, কল্যান তহবিলের সভাপতি তোফাজ্জল হোসেন তপু, আতাউল হক, নাজির হোসেন প্রমুখ। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন,হাফস্ ামনি।

অনুষ্ঠানে ২৭ জন বীরমুকিযোদ্ধাসহ ১৭০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রধান করা হয়। বক্তরা বলেন, সুশিক্ষিক জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই।






Shares