নবীনগরে মুক্তিযুদ্ধে শহীদদের গণকবরে “স্মৃতি অনির্বান” নামে স্মৃতি স্তম্ভের শুভ উদ্বোধন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৭১এর মহান মুক্তিযুদ্ধে নৃশংস গণ হত্যার শিকার শহীদদের স্বরণে স্মৃতি অনির্বান নামে স্মৃতিস্তম্ভের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল এই স্মৃতি স্তম্ভের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এনিরুজ্জামান মনির পৌর মেয়র এড. শিবশংকর দাস, উপজেলা নির্বাহী অফিসার এশরামুল সিদ্দিক,জেলা পরিষদ সদস্য বোরখান উদ্দিন,ভাইস চেয়রম্যান জাকির হোসেন সাদেক,মহিলা ভাইসচেয়ারম্যান শিউলি রহমান,উপজেলা প্রকৌশলী মো. নূরুল ইসলাম ,আওয়ামীলীগ নেতা সুজিত কুমান দেব প্রমুখ।
« নবীনগরে মাদক ও সন্ত্রাস বিরোধী কমিটি গঠন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) শিশুকে হাম রোগ থেকে মুক্ত রাখতে এবং হামের প্রকোপ থেকে রক্ষা পেতে অবশ্যই সময়মতো টিকা দিন »