Main Menu

নবীনগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে হয়রানীর মূলক অভিযোগের প্রতিকার চেয়ে প্রতিবাদলিপি

+100%-

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরএলাকার আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম রেজাউল করিম সবুজের বিরুদ্ধে হয়রানীর মূলক মিথ্যা অভিযোগের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিবাদ লিপি দিয়েছে স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌরএলাকার আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজের বিরুদ্ধে কথিত আবুল কাশেম,আব্দুল কুদ্দুছ নামধারী ব্যাক্তিগন ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছেন। যা উক্ত স্কুল ও প্রধান শিক্ষকের ভাবমুর্তিকে ক্ষুন্ন করছে। বিদ্যালয়ের মানসম্মত শিক্ষাদান ধরে রাখার স্বার্থে এবং প্রধান শিক্ষক যেন নির্বিঘেœ শিক্ষাদানে মনানিবেশ থাকতে পারে সেজন্য কুচক্রীমহলকে সনাক্ত করে শাস্তির দাবি জানান স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা।