নবীনগরে তিতাস নদীতে নৌকাডুবে মা-ছেলে হতাহত
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
![](https://i0.wp.com/brahmanbaria24.com/wp-content/uploads/2025/02/IMG_20250206_161930.jpg?resize=674%2C369)
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর সদর বাজার থেকে একটি মাল বোঝাই নৌকায় মাত্রাতিরিক্ত রড-সিমেন্ট ও সাপ্তাহিক বাজার নিয়ে উপজেলার উরখুলিয়া গ্রামের উদ্দেশে রওনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই নৌকায় করে কয়েকজন পুরুষের সঙ্গে উরখুলিয়া গ্রামের বিউটি বেগম (৩০) ও তার ছেলে রিদয় (৩) গ্রামে যাচ্ছিলেন।
অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে নৌকাটি ছেড়ে নদীর মাঝখানে গিয়েই ডুবে যায়। সে সময় পুরুষেরা সাঁতরে নদীপাড়ে আসতে সক্ষম হলেও, বিউটি ও তার তিন বছর বয়সী সন্তান নৌকায় আটকা পড়ে।
পরে লোকজন বিউটি বেগমকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে পাঠাতে সক্ষম হলেও, শিশু সন্তান রিদয়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর পাশের এক নৌকার নীচে রিদয়ের লাশ ভেসে উঠতে দেখে উদ্ধারকারীরা। এরপর দ্রুত রিদয়কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক শিশু রিদয়কে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার রুখসানা খাতুন বলেন, ‘হাসপাতালে আনার পর মা বিউটি বেগমকে বাঁচানো গেলেও, সন্তান রিদয়কে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের জানান, মাত্রাতিরিক্ত মাল বুঝায়েয়ের কারনে এই নৌকা ডুবির ঘটনা হয়েছে। দুর্ঘটনায় নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
« সরাইল স্কাউটসের ত্রৈ- বাষির্ক সম্মেলন ২৯ সদস্য কমিটি করা হয়েছে (পূর্বের সংবাদ)