Main Menu

নবীনগরে ডা: হামদু মিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রতিবছরের ন্যায় এবারো ডা: হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ৫শতাধিক পঞ্চমশ্রেণির শিক্ষার্থীর অংশগ্রহণে এই শিক্ষাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ডা: হামদু মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা: মো: কামরুজ্জামন, ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোছা, ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শুক্কুর খান, ্ইব্রাহীমপুর উত্তর সরকারি প্রাধথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষাবৃত্তি পরিক্ষার কেন্দ্র নিয়ন্ত্রক শাহানাজ আক্তার,নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: দেলোয়ার হোসেন,সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী মানিক বিশ^াস, কেন্দ্র সচিব মাজেদুল হক, আবুল বাশার প্রমুখ। সর্বিক তত্ত্বাবর্ধনে ছিলে ফ্রেন্ডস এসোসিয়েশন ৯৬ ব্যাচের সাবেক শিক্ষার্থীবৃন্দ।
ডা: হামদু মিয়া ফাউন্ডেশনের সভাপতি ডা: মো: কামরুজ্জামান বলেন, নবীনগর উপজেলায় শিক্ষার মানউন্নয়নে আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে সামনে আরো বড়পরিসরে শিক্ষাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে। এবং আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে একটি ক্লিনেকের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ডাক্তার দেখানো থেকে শুরু করে প্রতি রোগীকে এক মাসের ফ্রি ঔষধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আশাকরি আমাদের এই ফাউন্ডেশন সকল মানবকল্যানমুখি কার্যক্রমে অংশগ্রহণ করবে।






Shares