Main Menu

নবীনগরে চলন্ত বিমান থেকে তেলের ট্যাংক মাটিতে পড়ল

+100%-

নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের নীলনগর গ্রামে আজ (৮ আগষ্ট) সকালে বিমান থেকে দুটি তেলের খালি ট্যাংক মাটিতে পরার পর জনমনে আতংক দেখা দিয়েছে।

স্থানীয়রা এর আগে এমন বস্তু না দেখায় তাদের মাঝে আতংক দেখা দেয়।

এলাকাবাসী বস্তু দুটিকে রকেট লাঞ্চার ভেবে বিস্ফোরণ হওয়ার আশংকায় নিরাপদে চলে যান।

পুলিশ খবর পেয়ে ট্যাংক দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রতক্ষ্যদর্শীদের কয়েকজন জানান, দুপুরে তাঁরা কৃষিজমিতে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দ শোনেন। এরপর তারা সেখানে ছুটে যান। ১৪-১৫ ফুট লম্বা ট্যাংক দেখে তাঁরা ভয় পেয়ে যান। এর কিছু সময় পর আবার একই বস্তু পড়ার শব্দে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনার পর এলাকায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়লে যে যারমতো নিরাপদে চলে যায়।

এর কিছু সময় পর আবারো একই বস্তু পড়ার শব্দে তারা আতংকিত হয়ে পরে।

এ ঘটনার পর এলাকায় মহুর্তে আতংক ছড়িয়ে পড়লে যে যার মত নিরাপদে চলে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তিনিও এর আগে এ ধরনের কোন বস্তুর সাথে পরিচিত নন জানিয়ে বলেন, চলন্ত বিমান থেকে কোন কিছু পড়া কিংবা ফেলার ঘটনা এ এলাকায় আর ঘটেনি। তবে ঘটনাটি কোন বাসস্থানের উপর পড়লে প্রাণহানি ঘটতে পারতো।

নবীনগর থানার ওসি আসলাম শিকদার জানান, উদ্ধার হওয়া বস্তু দুটি বিমানে ব্যবহৃত তেলের ট্যাংক ছিল।






Shares