নবীনগরে কীটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়া নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে কীটনাশক ওষুধ খেয়ে অফিয়া বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বুধবার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে এ ঘটনা ঘটে। অফিয়া বেগম ওই গ্রামের ইয়ার খাঁেনর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সকালে অফিয়া বেগম কীটনাশক জাতীয় ওষুধ খায়। পরে টের পেয়ে দ্রুত তার স্বামী ইয়ার খাঁন সহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নবীনগর থানার ওসি মো:আসলাম শিকদার ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান,এ বিষয়ে একটি মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
« নবীনগরে এন্টিবায়োটিকের অপব্যবহার প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সাবেক সাংসদ এড: শাহ্ জিকরুল আহাম্মেদ খোকনের মতবিনিময় »