Main Menu

নবীনগরে এবাদুল করিম বুলবুল এমপির প্রচেস্টায় নদী ভাঙ্গন রোধ প্রকল্পের উদ্ধোধন

+100%-
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি  :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদেরখোলা এলাকায় নদী ভাঙ্গন রোধ প্রকল্প উদ্ধোধন করা হয়েছে।
স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের আন্তরিক প্রচেস্টায় কেদেরখোলা এলাকায় ৩৫০ মিটার নদী ভাঙ্গন রোধে সংশ্লিস্ট মন্ত্রণালয়ে ৮০ লাখ টাকা বরাদ্দ দেয়। এর মধ্যে প্রথম ধাপে ২১ লাখ টাকার কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপির দিকনির্দেশনায় এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত) রঞ্জন কুমার দাসের  উপস্থিতিতে নদী ভাঙ্গন রোধ প্রকল্প কাজের শুভ উদ্ধোধন করেন বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন বীরগাঁও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক আফজাল হোসেন, বীরগাঁও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জামাল উদ্দিন সরকার, আওয়ামিলীগ নেতা ওয়ালী আহম্মেদ, লীল মিয়া, আলাল আহম্মেদ, সেলিম মেম্বার, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, ফয়সাল, মহিউদ্দিন, বিল্লাল সহ স্থানীয় আরো বহু নেতৃবৃন্দ।
নদী ভাঙ্গন এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী বাস্তবায়ন হতে দেখে ভাঙ্গন এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। নদী ভাঙ্গন রোধে এই কাজ শুরু হওয়া স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা বিরাজ করছে। এই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে স্থানীয় সাংসদের কাছে এক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে স্থানীয় নেতৃবৃন্দরা।





Shares