Main Menu

নবীনগরে ইউএনও উদ্যোগে একটি গরিব অসহায় পরিবার পেল বাসগৃহ

+100%-

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়নপুর গ্রামে অসহায় গরিব এক গৃহবধু জান্নতুল ফেরদৌসী স্বামী মো. সুলতান মিয়া দুই ছেলে দুই মেয়ে নিয়ে পাশ্ববর্তী বানছারামপুর উপজেলার রূপসদী গ্রামে একটি বাড়িতে অশ্রীতা হয়ে স্বামী ক্ষুদ্র আয়ে কোন রকমে দিন কাটছিল। নারায়নপুর গ্রামের বাড়িতে দেড় শতকের একখন্ড জমি ছাড়া আর কিছুই সুলতান মিয়ার। মানবতার মানুষ হিসাবে পরিচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামম্মদ মাসুম এর কাছে জীবনের ঠিকানা খোজাঁর সাহার্য্য প্রার্থী হয় ওই অসহায় পরিবারটি।

নির্বাহী কর্মকর্তা খোজঁ খবর নিয়ে তাদের অসহায়ত্বের চিত্র দেখে তাদের ওই এক খন্ড জমিতে একটি বাসগৃহ নির্মানের ব্যবস্থা করলেন। নির্বাহী কর্মকর্তার আহবানে সরলপথ ফাইন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের আর্থিক অনুদানে প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকা ব্যয়ে সোলার প্যানেল, টিউবওয়েল ও বারান্দাসহ দুই রুম বিশিষ্ট একটি আধাঁপাকা টিনসেড ঘর নির্মানের ব্যবস্থা করে দিলেন। গতকাল মঙ্গলবার(১২/০৯) উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ওই অসহায় পরিবারের বাসগৃহ নির্মানের জন্য সরলপথ ফাইন্ডেশনের পক্ষ থেকে ৬০ হাজার আর্থিক অনুদান প্রদান করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম, গৃহবধু জান্নাতুল ফেরদৌসী, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াজেদউল্লাহ্ জসিম, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন ও সাংবাদিক পিয়াল হাসান রিয়াজসহ সরল পথ ফাইন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



(পরের সংবাদ) »



Shares