নবীনগরে আমন ধান সংগ্রহে কৃষক বাছাই লটারী
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সরকারের আমন ধান সংগ্রহ প্রকল্পের কৃষক বাছাই লটারী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কৃষক বাছাই লটারী অনুষ্ঠিত হয়।
আমন ধান সংগ্রহের উপজেলার ২১ টি ইউনিয়ন মোট ১৪৪৭ জন কৃষক আবেদন করে।
লটারীর মাধ্যমে উপজেলায় মোট বরাদ্দের অনুকুলে ৫৬৪ জন কৃষককে বাছাই করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ,উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু তাহের, খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মো. সামছুল হুদা, চেয়ারম্যান আজাহার হোসেন জামাল, চেয়ারম্যান এম আসলাম মৃধা, প্রেসক্লাব সভাপাতি মাহাবুব আলম লিটন।
« ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল (সদর) যেনো ভূতের আখড়া! (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) শোক সংবাদ : শাহ মোহাম্মদ শামছুল আলম আর নেই »